November 2, 2024
ফিচার ২ফিটনেস ও সুস্থতা

জেনে নিন জরুরি গর্ভনিরোধ পিল সম্পর্কে

রাশা নোয়েল।।  অনিরাপদ যৌনমিলনের কারণে গর্ভবতী হওয়া থেকে বিরত রাখার একটি উপায় হলো ‘জরুরি গর্ভনিরোধ’। মাঝেমাঝে এটাকে ‘সকালের পিল’ (Morning after pill) বলেও ডাকা হয়। অনিরাপদ যৌনমিলনের পর থেকে ১২০ ঘণ্টা বা ৫ দিনের মধ্যে জরুরি গর্ভনিরোধ পিল নেয়া যায়। সাধারণত যৌনমিলনের পরে ৭২ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে গ্রহণ করলে ভালো কাজ করে।

তবে প্রতি ১০০ জন নারীর ১ কিংবা ২ জন অনিরাপদ যৌনমিলনের পরে ৭২ ঘণ্টার মধ্যে জরুরি গর্ভনিরোধ পিল গ্রহণ করা সত্ত্বেও গর্ভবতী হতে পারে।

সকালের পিলের নামকরণও কিছুটা বিভ্রান্তিকর। জরুরি গর্ভনিরোধ পিল খাওয়ার জন্য আসলে  সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়না। জরুরি গর্ভনিরোধ পিল অনিরাপদ যৌনমিলনের পর যত দ্রুত সম্ভব খাওয়া যায়, তত বেশি ফলপ্রসূ হয়।

আবার যদি অনিরাপদ যৌনমিলনের আগে জরুরি গর্ভনিরোধ পিল নেয়া হয়, তাহলে ঐ জরুরি গর্ভনিরোধক কোনোভাবেই গর্ভাবস্থা আটকাতে পারবে না। অর্থাৎ, জরুরি গর্ভনিরোধক কেবল অনিরাপদ যৌনমিলনের পর যত দ্রুত সম্ভব খেতে হবে।

তবে জরুরি গর্ভনিরোধ পিল সব গর্ভধারণ প্রতিরোধ করতে পারে না।

পার্শ্বপ্রতিক্রিয়া 

জরুরি গর্ভনিরোধ কয়েকদিনের জন্য সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যেমন-

– বমি বমি ভাব

– বমি

– স্তনে সংবেদনশীলতা

– মাথাব্যথা

এগুলো সাধারণত ১ অথবা ২ দিনের মধ্যে ভালো হয়ে যায়। জরুরি গর্ভনিরোধ পিল খাওয়ার একজন মেয়ের মাসিক সাময়িকভাবে অনিয়মিত হতে পারে।

 

জরুরি গর্ভনিরোধ কারা ব্যবহার করতে পারবে?

জরুরি গর্ভনিরোধ কোনো দম্পতির জন্য বিকল্প হতে পারে, যদি

– কনডম ছিঁড়ে যায়

– ডায়াফ্রাম (নারীদের ব্যবহারযোগ্য জন্মনিরোধক) বা সার্ভিকাল ক্যাপ নির্দিষ্ট জায়গা থেকে সরে যায়।

– জন্মনিরোধক পিল পরপর দুইদিন না গ্রহণ করা হয়

– যদি অনিরাপদ যৌনমিলনে বাধ্য করা হয়

 

জরুরি গর্ভনিরোধক তাদের জন্য নয়-

– যেসব নারীরা জানেন তারা গর্ভবতী (অর্থাৎ পরিকল্পিত)

– জরুরি গর্ভনিরোধক কোনভাবেই নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য নয়, এটা শুধুমাত্র জরুরি অবস্থার জন্য প্রযোজ্য

 

কোথায় জরুরি গর্ভনিরোধক সহজলভ্য?

কিছু জরুরি গর্ভনিরোধক পিল যেকোনো ফার্মেসিতে যেকোনো বয়সের যে কারু জন্য প্রেসক্রিপশন ছাড়াই সহজলভ্য।

 

কখন ডাক্তারের কাছে যাবেন?

যিনি জরুরি গর্ভনিরোধক পিল খেয়েছেন, তার চিকিৎসকের কাছে যেতে হবে যদি-

– তিনি গর্ভবতী হন

– যোনিপথে যদি গন্ধ বা রঙের পরিবর্তন হয়

– শরীরে জ্বর আসে অথবা ঠাণ্ডা হয়ে যায়

– পেট কিংবা নাভীর নিচের আশেপাশের অঞ্চলে ব্যথা হয়

– যৌনমিলনের সময়ে ব্যথা হয়

– দীর্ঘসময় ধরে যোনিপথে রক্তক্ষরণ হয়

 

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *