December 23, 2024
নারী'র খবরদেশবিদেশফিচার ৩

বিশ্ব নারী দিবস ২০২০: প্রজন্ম হোক সমতার

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। প্রজন্ম হোক সমতার/ সকল নারীর অধিকার- প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন হচ্ছে/হবে এবারের আন্তর্জাতিক নারী দিবস।

২০২০ এ এসে সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে এসেছে নারীর অধিকার ও লৈঙ্গিক সমতা। আর এমন সময়ে বলা হচ্ছে সাম্যের বিশ্বই সক্ষম বিশ্ব। আর সেই সমতার বিশ্ব গড়তে আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। লিঙ্গ নির্বিশেষে  সমানাধিকার রক্ষা করতে হবে। নারীর প্রাপ্তি ও অর্জন উদযাপন করতে হবে। সেইসঙ্গে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ থেকে পঁচিশ বছর আগে বেইজিং ঘোষণার মাধ্যমে লৈঙ্গিক সমতার রোডম্যাপ প্রকাশ করা হয়। কিন্তু তা অর্জনে বিশ্ব খুব বেশি এগোতে পারেনি। এখন সময় সাহসী ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যকার ব্যবধান ঘোচানো।

এই বছর সমতার বিশ্বকে প্রতিপাদ্য ধরে নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন হচ্ছে/হবে। এর মাধ্যমে লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম, বর্ণ ও নাগরিকত্বের ব্যবধান দূর করতে হবে যাতে দুনিয়াটা সবার জন্য বসবাসের যোগ্য হয়ে ওঠে। বিশ্বের একজন নাগরিক হিসেবে প্রতিটি মানুষই সমানভাবে বাঁচার অধিকার রাখে।

আর সমতার জন্য জাতিসংঘের এবারের প্রতিপাদ্যের মূলে আছে অর্থনৈতিক সমঅধিকার, লিঙ্গভিত্তিক নির্যাতন কমানো, সবার জন্য একই অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নিজের শরীরের উপর নিজের অধিকার, নারীবাদী কার্যক্রম ও পরিবেশের প্রতি ন্যয়বিচার। বিশ্ব আজ চায় প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কারকে লৈঙ্গিক সমতা ও নারীবাদী নেতৃত্বের জন্য কাজে লাগাতে।

সবার জন্য সমান সুযোগ ও সমানাধিকারের বিশ্ব সবাই চায়। আর তা পাওয়া খুব একটা কঠিনও নয়। এর জন্য ছোট ছোট উদ্যোগই যথেষ্ট। সবার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগই একসময় বড় আকারের প্রভাব রাখবে। তাই আসুন আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এ আমরা সমতাভিত্তিক বিশ্ব তৈরির শপথ করি এবং এই আন্দোলনের অংশ হই।