চীনে এবার হন্তাভাইরাস : একজনের মৃত্যু
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। করোনাভাইরাসের আতঙ্ক কাটবার আগেই চীনে হন্তা ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। চীনের গণমাধ্যম জানাচ্ছে, দেশটির ইউনান প্রদেশের একজন ব্যাক্তির শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাবার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে।
চায়না গ্লোবাল টাইমস নামের মিডিয়া জানাচ্ছে, সান্দোগ প্রদেশ থেকে কাজ করে একটি বাসে করে ফিরছিলেন আক্রান্ত ব্যাক্তি, তখনই তার মৃত্যু হয়। আরো ৩২ জন ব্যাক্তির শরীরে এই ভাইরাস আছে বলে আশংকা করা হচ্ছে। তাদের পরীক্ষা করা হয়েছে, এখন রিপোর্টের অপেক্ষায় আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তীক্ষ্ণদাঁত ইঁদুর (Rodent) জাতীয় প্রাণি থেকে হন্তাভাইরাস ছড়ায়। মানুষ এর সংস্পর্শে আসলে এই ভাইরাসে আক্রান্ত হয়। নতুন ভাইরাস ছড়িয়ে যাবার খবরে জনজীবনে নতুন আতংক দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসটি কোভিড-১৯ এর মত মারাত্মক নয়, বরং বেশ কয়েক বছর ধরেই পৃথিবীতে রয়েছে। ফলে এ নিয়ে অনেক বেশি আতংকিত না হতে পরামর্শ দিচ্ছেন তারা। তারা বলছেন, হন্তাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না। একমাত্র ইঁদুর থেকে সংক্রমন হতে পারে। ইঁদুরের মলমূত্র বা লালার স্পর্শ পেলেও ভাইরাস আক্রমণ হতে পারে।
আরও পড়ুন- হন্তাভাইরাস নিয়ে ভয় পাবেন না, যতক্ষণ না…