May 16, 2024
সাম্প্রতিকফিচার ২

হন্তাভাইরাস নিয়ে ভয় পাবেন না, যতক্ষণ না…

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আপনি যদি ইঁদুরখেকো না হয়ে থাকেন, তবে হন্তাভাইরাস নিয়ে বেশি চিন্তিত হবেন না। যারা ইঁদুর খান না, বা ইঁদুরের সংস্পর্শে আসেন না, তাদের এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইঁদুর বা ইঁদুরের মলমূত্র ও লালার কাছে না এলে আপনি নিরাপদ হন্তাভাইরাস থেকে।

এছাড়া হন্তাভাইরাসের সবচেয়ে নিরাপদ দিকটি হল এটি বাতাসে পরিবাহিত হয় না। একজন ব্যাক্তি থেকে অন্যজনে ছড়ায় না। চীনসহ এশিয়া ও ইউরোপের কিছু দেশে বেশ কয়েক বছর ধরেই এই ভাইরাসটি আছে। এখন নতুন করে একজনের মৃত্যু ও নতুন করে কিছু মানুষের আক্রান্ত হবার খবরে আবারো এটি নিয়ে আতংকে পড়েছে মানুষ। তবে চিকিৎসকরা বলছেন, এটি করোনাভাইরাসের মত মহামারী ডেকে আনবে না।

এছাড়া আরেকটি সুখবর হল, এরই মধ্যে হন্তাভাইরাসের চিকিৎসাও আবিস্কার হয়েছে। Hantavirus Pulmonary Syndrome এ আক্রান্ত হলে রোগীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা দেয়া গেলে শ্বাসকষ্টজনিত এই রোগটি সারার সুযোগ আছে। ভাইরাসটি আক্রমণ করলে রক্তক্ষরণ, জ্বর, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। যদিও এর নির্দিষ্ট কোন ওষুধ বের হয়নি, কিন্তু  প্রচুর তরল পানীয় পান করিয়ে এবং রোগীকে টানা মনিটরিংয়ে রেখে সুস্থ করে তোলা সম্ভব। এই ভাইরাস আক্রমণ করলে লক্ষণগুলোও শিগগির দেখা দেয়।

তাই এটি নিয়ে আতংকিত না হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- চীনে এবার হন্তাভাইরাস : একজনের মৃত্যু