শুন্য হয়ে থাকা
খান মুহাম্মদ রুমেল।।
এই যে আমি তোমার আকাশের গায়ে তারা হয়ে লেপ্টে থাকি।
এই যে আমি তোমার নিঃশ্বাসে বাতাস হয়ে থাকি।
এই যে আমি তোমার কফির মগে ধোঁয়া হয়ে থাকি।
এই যে আমি তোমার সকালের ব্যস্ততায় ঘন হয়ে থাকি।
এই যে আমি কোথাও না থেকেও তোমার সবটা জুড়ে থাকি।
এই যে আমি তোমার হিসেবের খাতায় জলছাপ হয়ে থাকি ।
এই যে আমি তোমার কোঁচকানো ভ্রুর বিরক্তি হয়ে থাকি।
এই যে আমি তোমার না হয়ে তোমার হয়ে থাকি।
এই যে আমি তোমার চলার পথে কাঁটা হয়ে থাকি।
এই যে আমি তোমার চলার পথে ফুল হয়ে থাকি।
এই যে আমি তোমার অস্তিত্ব জুড়ে কষ্ট হয়ে থাকি।
এই যে আমি তোমার কপালের খুচরো চুলে আলতো হয়ে থাকি।
এই যে আমি তোমার হৃদয় জুড়ে হাহাকার হয়ে থাকি।
এই যে আমি তোমার হাতের কাঁকনের রিনিঝিনি হয়ে থাকি।
এই যে আমি তোমার চোখের কাজলে কালো হয়ে থাকি।
এই যে আমি তোমার কোথাও থাকি না।
না থাকার মানেই সবখানে থাকা।