September 20, 2024
সাহিত্যকবিতা

অ-সুখ

আরেফিন আরিফ।।

একবার বহুবার
অ-সুখ ছুঁয়েছে আমাকে।
বিভৎস গভীর এক ক্ষত
অস্থি মজ্জা হৃদয়ে।
স্তম্ভিত অচীন উদ্ভিদ
আলো নেই।
বিপন্ন কামনা রাঙানো ভোর,
শেষ বিকেলের আলো,
অথবা
পুরাতন আসবাব।

অলৌকিক স্পর্শ তোমার।
ইচ্ছের হলদে প্রজাপতি
নস্টালজিক বাদামী তিল,
নষ্ট ভ্রণ।

থাকলো সম্ভাবনার সকাল।
ভালোবাসার গোপন কথোপকথন।
মধ্যে রাতে দেয়াল আকড়ে ধরা ক্ষুধার্ত টিকটিকি।
কাল অন্ধকারে গানিতিক সহবাস।
পরিত্যক্ত শরীরের মতো আমি
অথবা
আমার অতীত।