December 3, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

প্রণয় কাব্য

মেহেরুন নূর রহমান ।। 

 

তীব্র এই অনুভবের উৎস কোথায়?

এই এত ভালোলাগা, এই এত আচ্ছন্নতা!

কেন মোম হয়ে গলে পড়ি তুমি ছুঁলে

তুমি বুঝি আগুন?

 

আমার আমাকে চিনি না

এ যেন অন্য কেউ, অন্য কারো শরীর

নিজের মত চলতে চাওয়া অবাধ্য শরীর

শুধু তুমি ছুঁলেই

অ্যাড্রেনালিন রাশ, দমবন্ধ চামেলী ফুলের গন্ধ

তুমি আঙুলে স্পর্শ করলে চিবুক, গাল, নাক ডোবালে চুলে

থমকে গেলো সময়, নতুন ভোরের কোমল আলো ঘিরে ধরলো আমাকে

চোখের পাতায় রাখলে ঠোঁট, আকাশ নেমে এলো মাটিতে

অসংখ্য তারার আতশবাজিতে উজ্জ্বল চারপাশ

 

আজকাল আমি পরী

মাটিতে পা পড়েনা, অদৃশ্য দুটো পাখা গজিয়েছে

আমি উড়ে বেড়াই, ঘুরে বেড়াই, দুলে বেড়াই

অকারণে আয়নার সামনে দাঁড়াই

খোঁপা বাঁধি, টিপ পরি, হাসি কাঁদি

মনে ফুটতে থাকে হাজার হাস্নুহেনা,

সৌরভে সৌরভে চারিদিক মাতামাতি

 

ইদানিং রোজ রাতেই তুমি চলে আসো স্বপ্নে

যেন স্বপ্ন নয় সত্যি সত্যি খুব কাছাকাছি তুমি

আমি তোমার গায়ে হাত রাখি

তোমার নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে যায় আমাকে

আমি তোমার চুলে হাত বুলাই

অনুভব করি তোমার কোমলতা, কাঠিন্য, আদর

ঘুম ভেঙে যায়,

তোমাকে একটু ছোঁব বলে ছটফট করি

 

হাসছো বুঝি? ভাবছো পাগলামি, ঘোর?

না হয় হলাম খানিক পাগলী, ঘোর লাগা বোকা মেয়ে

আমার এই ঘোর, এই পাগলামি যেন না কাটে প্রিয়তম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *