অভদ্র
মেহেরুন নূর রহমান ।।
হায়রে মেয়ে কী ভেবেছিস
জীবন এতো সোজা?
ইচ্ছে মত হাসবি তুই
ইচ্ছে মত বাঁচা?
ভাবছিস তুই উড়াল দিবি
গজিয়েছে দু ডানা?
কাঁচি নিয়ে তৈরি তারা
সব আমাদের জানা
চুল দেখাস এই মেয়ে
লজ্জা শরম নাই?
বেহায়ার মত মুখটা দেখাস
জাহান্নামে হবে ঠাঁই
মেয়েমানুষের ইচ্ছা কিসের
কিসের স্বাধীনতা?
এসব কথা শুনতে চেয়ে
গুলিও না আর মাথা
অবনমিত হও নম্র হও
সিন্দুকে ভর নিজেকে
চুপচাপ শোন সবার কথা
তালা মারো শখ স্বপ্নকে
বেয়াদব যারা তারাই শুধু
আত্মাদরের কথা বলে
এসব শুনলে ঘর-সংসার
সব যাবে রসাতলে
শান্ত হয়ে কাপড়ে মুড়ে
হও লক্ষী এবং ভদ্র
আর আমি?
হলাম না হয় নিজের মত
বাঁচতে চাওয়া অভদ্র