December 23, 2024
শান্তিবাড়ি

পারিবারিক সমস্যার সমাধানে সালিশী বা মধ্যস্থতা

সালিশী বা মধ্যস্থতা পারিবারিক সমস্যা সমাধানের একটি সহজ পদ্ধতি। পারিবারিক ইস্যু বলতে দেনমোহর, ভরণপোষন, (স্ত্রী সন্তান বাবা মা) অভিভাবকত্ব, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি বুঝি। এ বিষয়গুলো মধ্যস্থতার মাধ্যমে সমাধানে আইনগত কোনো বাধা নেই। বিচ্ছেদের পরই একজন নারীর এগুলো আইনগত অধিকার।

সরাসরি কোনো আইনি প্রক্রিয়া না গিয়ে আদালতের বাইরে মধ্যস্থতাকারী এক বা একাধিক আইনজীবীর সামনে দুপক্ষ তাদের বিষয়গুলো আইনি প্রক্রিয়ার ভেতরে রেখেই সালিশের মাধ্যমে সমাধান করতে পারে। শান্তিবাড়ি এ মধ্যস্থতার কাজ করছে।

আইনের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে উভয় পক্ষ সহযোগিতায় শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী মধ্যস্থতার উপায় অবলম্বন করা যায়। এটি ব্যয়বহুলও নয় এবং এতে সময়ের অপচয় হয়না। সালিশ ব্যবস্থায় সমাধান হলে শুধু নারী নন, একজন পুরুষও উপকৃত হন। সকল পারিবারিক সমস্যায় মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ ও সহজ সমাধান পাওয়া সম্ভব। আর সালিশের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাবার সুযোগ তো রয়েই যায়। সেক্ষেত্রেও শান্তিবাড়ি রয়েছে নারীদের পাশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *