May 16, 2024
শান্তিবাড়ি

শান্তিবাড়িতে পুরুষের জন্য কাউন্সিলিং ও থেরাপি

শান্তিবাড়িতে এখন থেকে পুরুষরাও পাবেন মনের অসুখে চিকিৎসা। সপ্তাহের একদিন পুরুষের জন্য শান্তিবাড়ির দরজা খোলা থাকবে। তারা নিতে পারবেন কাউন্সিলিং ও থেরাপি।

শান্তিবাড়ি নারীর জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা তৈরি করার চেষ্টা করছে। সেই সাথে সমাজে, রাষ্ট্রে ও পরিবারে নারীর সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে সহযোহিতার হাত বাড়িয়েছে নারীদের জন্য। এর অংশ হিসেবে এ বছর জুলাই থেকে নারীদের মনোরোগে কাউন্সিলিং ও থেরাপি এবং এর পাশাপাশি মনোচিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। কিন্তু একটা পরিবার মানে নারী পুরুষ সবাই। পরিবারের ভালোর জন্য সবার ভালো থাকাটা জরুরি। একজন নারী নিজে যদি সুস্থ থাকেন, কিন্তু তার স্বামী, ভাই, বাবা বা পুত্রসন্তান যদি মানসিকভাবে অসুস্থ হন, বিষন্নতা কিংবা হতাশা বা অন্য কোনো মনোরোগে ভোগেন, তবে সেই নারীর জীবনও দুর্বিষহ হয়ে ওঠে। তাই সবার ভালো থাকা দরকার।
পুরুষের মনোরোগের হারও ভয়ানক বেড়েছে, যা নারী পুরুষসহ পুরো পরিবারের শান্তি ও স্বস্তি নষ্ট করছে। তাই শান্তিবাড়ি সিদ্ধান্ত নিয়েছে সীমিত আকারে পুরুষের জন্যও মনোরোগে সেবা দেওয়ার।
এখন থেকে পুরুষও পাবেন মনোরোগে কাউন্সিলিং ও থেরাপি, শান্তিবাড়িতে। এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে। সেজন্য ফোন করতে হবে শান্তিবাড়ির ফোন নম্বরে – ০১৩২৫১৬৭২৭১।  অথবা যোগাযোগ করতে হবে শান্তিবাড়ির ফেসবুক পেইজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *