January 22, 2025
ফিচার ১নারী'র খবরবিদেশ

আসছে নারীর জন্য ভায়াগ্রা, ভাঙ্গবে ট্যাবু

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। এবার তৈরি হচ্ছে মেয়েদের জন্য নতুন একটি ভায়াগ্রা। বলা হচ্ছে, এই ভায়াগ্রা পিল নারীর যৌন ইচ্ছা বাড়াবে এবং মাসে অন্তত একটি বাড়তি অর্গাজম দেবে। লাইব্রিডো নামের এই পিলটি আগামী দুই বছরের মধ্যে বাজারে পাওয়া যাবে।

মিন্টের গন্ধওয়ালা এই গোলাপি রঙের পিলটি যৌনতার প্রতি নারীর ইচ্ছে বাড়িয়ে তোলার পাশাপাশি তার যৌনজীবনকে আরো তৃপ্তিদায়ক করবে। টেস্টোস্টেরন এবং ভায়াগ্রার মত ওষুধের মিশেলে তৈরি এই পিল নারীর মস্তিষ্ক এবং শরীরে এমনভাবে কাজ করবে যাতে তার যৌনইচ্ছা বাড়ে। এরই মধ্যে ৯৪০ জন নারীর উপর এই পিল প্রয়োগ করা হয়েছে এবং তারা শারীরিক মিলনের পর তাদের অভিজ্ঞতার কথা অনলাইন ডায়েরিতে লিখে জানিয়েছেন।

পুরুষের ভায়াগ্রা তৈরির সাফল্যের পর বিজ্ঞানীরা এখন নারীদের জন্য ভায়াগ্রা তৈরির এই কাজে হাত দিয়েছেন। কিন্তু অতীতে নেয়া কিছু উদ্যোগ ব্যর্থ হয়েছে এই আবিস্কারের ক্ষেত্রে, যার কারণ,  যেসব নারীর খুব কম যৌন ইচ্ছা থাকে, তাদের অনেকেরই বিষয়টি শারীরিকের পাশাপাশি মানসিক কারণেও ঘটে।

নারীদের জন্য তৈরি এই ভায়াগ্রা  অ্যাসপিরিনের চেয়েও ছোট আকারের হবে এবং তার উপরে থাকবে মিন্টের প্রলেপ। নারীদের ভায়াগ্রা তৈরির সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে যেসব নারী বিবাহিত জীবনযাপন করছেন এবং যাদের কাছে শারিরীক মিলন একটি একঘেয়ে বিষয়ে পরিনত হয়েছে তাদের মধ্যে এই পিল জনপ্রিয় হবে । তাদের মতে, এই ভায়াগ্রা সমাজে প্রচলিত ট্যাবু ভাঙ্গতেও সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *