ভালবাসা দিবসের কবিতা
রুখসানা কাঁকন।।
ভালোবাসার দিন আসলে
পুরুষ ভীষণ ভালোবাসে
কাঁপা কাঁপা হাতে
থরোথরো গোলাপ আনে,
পকেটের শেষ টাকাটাও খরচ ক’রে
চকোলেটের বাক্স আনে।
ভালোবাসার দিনে ব্যাপারই আলাদা
সুযোগ পেলে বলে
‘উঁহু! খোলো না বোতামটা’!
ভালোবাসার দিনগুলোতে
পুরুষ কেমন প্রেমিক হয়ে যায়!
আস্তে বলে
‘তোমাকে আজ সিংহ হয়ে দেখাব’।
ভালোবাসার দিনটাই আলাদা
মোবাইলে ফটো তুলতে তুলতে
পুরুষ বলে,
‘তোমার মতো নারীর পাশে
আমি সম্রাট আকবর হয়ে যাই’!
ভালোবাসার দিন ওই একটি।
ভ্যালেন্টাইন ঘুমিয়ে যাওয়া মাত্র
পুরুষগুলোও লেজেগোবরে ঘুমায়
খুব করে পিটিয়ে, পরে
প্রতিবেশিনীর বোতাম খোলে।
আর ফিসফিসিয়ে বলে,
‘কথা না শুনলে
তোর মৃত্যু হবে আমার হাতে…!’