January 23, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

ভারতীয় সেনাবাহিনীতে নেতৃত্ব দিতে পারবে নারী, সরকারকে মানসিকতা বদলের পরামর্শ

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। ভারতের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার পদে নারী নিয়োগের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ এ রায় দেন।

সেনাবাহিনীর কমান্ডিং অফিসার পদে নারী নিয়োগের বিরুদ্ধে দেশটির কেন্দ্রীয় সরকারের মানসিকতার তীব্র সমালোচনা করা হয় এ রায়ে। রায়ে বিচারক বলেন, নারীদের কাছ থেকে নির্দেশ নিতে পুরুষ সহকর্মীদের যে মান্ধাতা আমলের মানসিকতা, তার বদল হওয়া দরকার।

এ ব্যাপারে সরকারের অবস্থানকে ‘বিরক্তিকর’ বলেও মন্তব্য করেছেন বিচারক।

এর আগে ভারতের সেনাবাহিনীতে নারীদের কমান্ডিং অফিসার পদে নিয়োগের এক আবেদনের বিরোধিতা করেন সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। পুরুষ সৈনিকরা নারী অফিসারদের কমান্ডার হিসেবে মেনে নিতে এখনও মানসিকভাবে প্রস্তুত নয় বলে সরকারও নারী নিয়োগে বিরত থাকে। সোমবার সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এক মামলার রায় দেন আদালত।

রায়ে বিচারক বলেন, নারীদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলির সঙ্গে অধিকারের কোনও বিষয় জড়িত নয়। এসব ব্যাপারে মানসিকতা পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *