January 22, 2025
Uncategorizedনারী'র খবরবিদেশফিচার ২

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড নারীদের পিরিয়ডকালীন স্যানিটারি পণ্য বিনামূল্যে সরবরাহ করবে। দেশটির পার্লামেন্ট এমন একটি বিলে সায় দিয়েছে।

মঙ্গলবার স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য মনিকা লেনন বিলটি উত্থাপন করেন। ঐদিন কোনো বিরোধিতা ছাড়াই তা পাস হয় পার্লামেন্টে।

এর ফলে পিরিয়ডকালীন জরুরী স্যানিটারি প্যাড ও টেম্পুনের মত পণ্য বিনামূল্যে পাবেন দেশটির প্রত্যেক নারী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কমিউনিটি সেন্টার, ক্লাব, ফার্মেসির মত উন্মুক্ত জায়গাগুলোতে এসব পণ্য সরবরাহ করা হবে।

এর আগে প্ল্যান ইন্টারন্যাশনেলের করা এক জরীপে দেখা গেছে, যুক্তরাজ্যে অন্তত ১৫ শতাংশ নারী পিরিয়ডকালীন স্যানিটারি পণ্য সংগ্রহ করতে হিমশিম খান। ওই জরীপে আরও দেখা যায়, দেশটির ১৪ থেকে ২১ বছর বয়েসি মেয়েদের মধ্যে প্রায় অর্ধেকই পিরিয়ডের ব্যাপারে বিব্রত বোধ করেন। ফলে পিরিয়ডকালীন স্যানিটারি পণ্য সংগ্রহ করা তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে।

এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে পিরিয়ডের সময় নারীদের স্যানিটারি পণ্য সহজলভ্য করতে স্কটল্যান্ডের পার্লামেন্ট এমন সিদ্ধান্ত নিলো। তবে বিলটি কার্যকর হতে এখনও একটি ধাপ বাকি। পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি যাওয়ার পর সেখানে কিছু সংশোধনী প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, স্কটল্যান্ডে এর আগে ২০১৮ সাল থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ হয়ে আসছে। এবার এ বিল পাস হওয়ার মাধ্যমে পুরো দেশজুড়ে সকল নারী বিনামূল্যে সহজেই স্যানিটারি পণ্য সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *