November 2, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

দশজনে নয়জনই নারীর বিরুদ্ধে, ‘বউ পেটানো স্বাভাবিক ব্যাপার’

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। শতকরা ৯০ ভাগ মানুষই নারীর প্রতি বিরুদ্ধ মনোভাব ধারণ করে। আর প্রায় এক তৃতীয়াংশ নারী পুরুষই মনে করে পুরুষ মানুষ বউ পেটাতেই পারে।

না, কোন গল্প না, এ হল বাস্তবতা, যা সম্প্রতি ইউএনডিপি’র করা এক ইনডেক্সে ধরা পড়েছে। বিশ্বের ৭৫টি দেশকে আমলে নিয়ে, সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করার পর এই ধাক্কা খাবার মত সংবাদটি পাওয়া গেছে, যা নারীর প্রতি সারা দুনিয়ার বিরুদ্ধ অবস্থানকেই তুলে ধরেছে। লিঙ্গ সমতা নিয়ে যখন জোরেশোরে কথা হচ্ছে, তখন এই নতুন ইনডেক্স জানাচ্ছে, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সন্ত্রাস ও সন্তান জন্মদান সংক্রান্ত ইস্যুতে এখনও নারীর প্রতি বিরুদ্ধে মনোভাব পোষন করে অধিকাংশ মানুষ।

বিশ্বের ৭৫টি দেশে (বিশ্বের জনসংখ্যার প্রায় ৮০ ভাগ)  দ্য ফার্স্ট জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স এর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে,  অর্ধেকের বেশি লোক মনে করে  নারীর চেয়ে পুরুষ বড় রাজনৈতিক নেতা হয় এবং শতকরা ৪০ ভাগ মানুষের ধারণা নারীর চেয়ে পুরুষ ব্যবসা ভাল জানে। সবচেয়ে আশ্চর্যজনক হল, এক তৃতীয়াংশ নারী ও পুরুষ মনে করে যে একজন পুরুষ তার স্ত্রীকে ধরে পেটাতেই পারে।

The UN Development Programme (UNDP) এই ইনডেক্সের তথ্য প্রকাশ করেছে বৃহস্পতিবার।

৭৫টা দেশের ভেতর মাত্র ছয়টি দেশ পাওয়া গেছে, যার অধিকাংশ জনসংখ্যার মধ্যে লিঙ্গ বৈষম্য সেই অর্থে নেই। এই দেশগুলো হল অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে আর সুইডেন।