January 23, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

ধর্ষণের দায়ে ২৩ বছরের সাজা হলিউডের হার্ভে ওয়েনস্টেইনের

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। ধর্ষণ আর যৌন নির্যাতনের দায়ে ২৩ বছরের জেল হল হলিউডের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তিদের অন্যতম প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের। ৬৭ বছর বয়েসি হলিউডের এ  প্রভাবশালী প্রযোজকের কৃতকর্মের বিচার বিশ্বজুড়ে জেগে ওঠা হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ফল হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বিচার শেষে আমেরিকার নিউইয়র্কের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। এবার ধর্ষণের দায়ে তার সাজা ঘোষণা করলো জুরি বোর্ড।

হলিউড মুঘল বলে পরিচিত এ প্রযোজকের বিরুদ্ধে ২০১৩ সালে অভিনেত্রী জে-সিকা মানকে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া সাবেক প্রযোজনা সহকারি মিমি হ্যালেইনকে ২০০৬ সালে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। মার্কিন আদালতে চলা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ২৪ ফেব্রুয়ারি জুরি বোর্ড ১১ মার্চ সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছর টাইমস ম্যাগাজিনে হার্ভে ওয়েনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ করে। পরে এ প্রযোজকের বিরুদ্ধে আরও কয়েকজন অভিনেত্রী যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ তোলেন।