December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

যুক্তরাষ্ট্রে নারী ফুটবলারদের বেতন বৈষম্য, সরে দাঁড়ালেন সভাপতি

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। জাতীয় দলের নারী ফুটবলারদের সঙ্গে বেতন বৈষম্যের কারণে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন কার্লোস কর্ডেরিও। ২০১৮ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সহসভাপতি সিন্ডি পারলো কোন। সাবেক ফুটবলার সিন্ডি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী সভাপতি।

যুক্তরাষ্ট্রের জাতীয় দলের নারী ফুটবলারদের সমান বেতনের দাবিতে একটি বিচারপ্রক্রিয়া চলার সময় কার্লোস এই সিদ্ধান্ত নেন। জাতীয় নারী ফুটবল দল সোমবার (৯ মার্চ) সমান বেতনের দাবিতে ফেডারেশনের বিরুদ্ধে মামলা করে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ফেডারেশন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কার্লোস। এক টুইট বার্তায় তিনি  জানান, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়া তার জন্য দারুণ গর্বের ছিল। সবসময় সেরাটা দিতে চেষ্টা করেছেন। তিনি নিশ্চিত যে ফেডারেশনের এখন নতুন পথে যাওয়ার সময়। বোর্ডের সবার সঙ্গে আলোচনা করে সরে দাঁড়াচ্ছেন তিনি।

মামলার শুনানিতে ফেডারেশন থেকে দাবি করা হয়েছিল পুরুষ ফুটবলাররা দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং গতি ও শক্তির দিক থেকে নারী ফুটবলারদের থেকে এগিয়ে। এর সূত্র ধরে কর্ডেরিও ক্ষমা চান এবং সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল অলিম্পিকে সোনা ও বিশ্বকাপ জেতার কথা উল্লেখ করে খেলোয়ারদের ‘এক্সট্রেমলি ট্যালেন্টেড’ বলেন তিনি। সেই সঙ্গে তিনি মনে করেন, যেকোন প্রতিষ্ঠানে নারীরা পুরুষের সমান বেতন পাওয়ার দাবি রাখেন।