January 22, 2025
সম্পাদকীয়

মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে নারী ধর্ষণ ও ক্ষুধার্তের অন্ন চুরি!

শারমিন শামস্।। আমাদের দেশে যেকোন সংকটের সময় একটি সুযোগসন্ধানী শ্রেণির দেখা পাওয়া যায়। এই সুযোগসন্ধানীরা দুঃসময়কে কাজে লাগিয়ে যার যার স্বার্থ হাসিলের নোংরা চেষ্টায় থাকে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই মহামারীর সময়েও এই শ্রেণিটি যথানিয়মে মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের এক দল করছে দরিদ্র মানুষের জন্য রাখা ত্রাণের চাল ডাল চুরি। আর একটি শ্রেণি ত্রাণ নিতে আসা অসহায় নারী, এমনকি শিশুকে ধর্ষণ করছে।

কি বিচিত্র এই দেশের মানুষ! মৃত্যু পরোয়ানা মাথায় ঝুলছে তবু রিপুর আক্রমণ থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। কোভিড-১৯ এ আক্রান্তের হার ক্রমান্বয়ে বাড়ছে। ঠেকিয়ে রাখার চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে করোনাক্রান্ত দেশের সারিতে এসে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে কলকারখানা অফিস আদালত বন্ধ রেখে, লোকের চলাচল সীমিত করে কোভিড-১৯ আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে সংক্রমণ ছড়িয়ে গেছে যদিও, তবু এখনও এই ছুটি বা লকডাউন অব্যাহত রাখলে  মহামারী রোধ কিছুটা সম্ভব হবে। কিন্তু একটা উন্নয়নশীল দরিদ্র জনগোষ্ঠীর দেশে এই লকডাউন কিংবা সরকারি ছুটি দিনের পর দিন কীভাবে সম্ভব হবে তা নিয়ে আলোচনা চলছে। সম্ভব হলেও তা হয়তো মানুষকে রোগে না মেরে ভাতেই মারবে, সেটিও স্পষ্ট হতে শুরু করেছে। সরকার তাই শুরু করেছে ত্রাণ বিতরণ। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটা জেলা উপজেলায় ত্রাণ দেয়ার তোড়জোড় চলছে। এইসবের মধ্যেই চলছে বস্তা বস্তা চাল চুরির ঘটনা। আর তা করছে খোদ রাজনৈতিক দলের নেতারাই। ইউপি সদস্যরাই। আবার অন্যদিকে গরীব অসহায় মানুষকে ত্রাণ দেবার কথা বলে ধর্ষণের মত কুৎসিত ঘটনাও ঘটিয়ে চলেছে কেউ কেউ। তারাও ক্ষমতাবান, প্রভাবশালী।

বরগুনার তালতলীতে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে খাবারের অভাবে ভুগছিল এক দিনমজুর পরিবার। ওই পরিবারকে খাবার সহায়তা দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করতে সেই দিনমজুরের মেয়েকে তার বাড়িতে ডেকে পাঠায় স্থানীয় ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান। মেয়েটি সেখানে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু। ৪৫ বছর বয়সী ধর্ষক মীর খলিলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে ধর্ষক। এ সময় শিশুটি বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়।

এদিকে গত কয়েকদিনে শুধু ত্রাণের চাল চুরি করে ধরা খেয়েছে দুই শতাধিক লোক। আবার কেউ কেউ ত্রাণ দিচ্ছে, তারপর ছবি তুলে রেখে সেই ত্রাণ কেড়ে নিচ্ছে। এরকম কোনদিন কেউ শুনেছেন? অথচ ঘটছে। আমাদের চারপাশেই।

দেশে গত নয় দিনে অন্তত ২ হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ৩০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ব্যবধানে এই চাল চুরির ঘটনাগুলো ঘটে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে এ পর্যন্ত পাথরঘাটা উপজেলায় ৫৫০ বস্তা, বগুড়ায় ১০০ বস্তা, নাটোরে ১৩ বস্তা, জয়পুরহাটে ৭ বস্তা, যশোর ৮০ বস্তা, যশোরের মণিরামপুরে ৫৫৫ বস্তা, ঝিকরগাছায় ১ বস্তা, নওগাঁয় ৩৩৮ বস্তা, বাগেরহাটে ১৮ বস্তা, পটুয়াখালীতে ১০ বস্তা, ঝালকাঠিতে ৫০ বস্তা, সিলেটে ১২৫ বস্তা, ময়মনসিংহের ত্রিশালে ১৬ বস্তা, সারিয়াকান্দি উপজেলায় ২৮৮ বস্তা, গাবতলী উপজেলায় ১০০ বস্তা, বগুড়ার শিবগঞ্জ ১৩ বস্তা চাল চুরির তথ্য পাওয়া গেছে। পটুয়াখালীতে ভিজিএফ-এর ১০ বস্তা চাল চুরি করেছিলেন সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন। সিলেটের কাউন্সিলর এ কে এ লায়েকের মুন্সিপাড়া বাসা থেকে ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়। সিসিকের দুই কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সাব ইন্সপেক্টর হুমায়ন কবীর ও পিন্টু রায় এই চাল উদ্ধার করেন। একই দিন ৩ এপ্রিল বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করে। নওগাঁর রাণীনগর এলাকায় আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৩৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি’র ১৬ বস্তা চাল চুরির অভিযোগ পাওয়া যায় স্থানীয় ডিলার আবু খালেকের বিরুদ্ধে।বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আটক করে পুলিশ। এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে সে। বাকি সাড়ে ২৭ (৫৫০ বস্তা) মেট্রিক টন চাল বিতরণের কোনো সঠিক প্রমাণ দিতে পারেনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদে ১৩ বস্তা চাল চুরি করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান এস এম রুপমের বিরুদ্ধে।

এরকম লিখে শেষ হবে না। চারদিকে চাল চুরির সংবাদ। একের পর এক পাওয়া যাচ্ছে। কিছু ধরা পড়ছে। কিছু পড়ছে না। থেমেও যাচ্ছে না। এর সঙ্গে এখন যুক্ত হল ধর্ষণের খবর। মানুষের অনাহারের সুযোগ নিয়ে ধর্ষণ। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও ধর্ষণের মত ভয়ংকর নোংরা চিন্তা যাদের মাথায় আসে, তারা আসলে কে? বা কী? করোনাক্রান্ত এই বিশ্বের আর কোথাও কি এমন ঘটছে?

আমার জানামতে, না। ঘটছে এই বঙ্গদেশেই। রিপুর তাড়নায় অস্থির, অশিক্ষিত, অবদমিত, আইনের শাসনহীন, নিয়ন্ত্রণহীন এক জনগোষ্ঠীর অসততা, চৌর্যবৃত্তি আর ধর্ষক চরিত্র প্রাণঘাতী করনোভাইরাসকেও লজ্জায় ফেলে দেবে, এই ধারণা করি।