January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

নারী

রুদ্র ফারাবী।। 

আমি কি মাটির পুতুল

ভাঙবি আর গড়বি?

আমি কি বিছানার ঠান্ডা বালিশ

যখন চাইবি জাপটে ধরবি?

আমি কি বাজারের পণ্য

যখন তখন হাত বদল?

আমি কি অবাক কিছু?

আমাকে একা দেখেই মন পাগল!

আমি কি তোর গায়ের চাদর

উষ্ণতায় আমাকে চাই!

আমি কি খেলনা শুধুই?

খেলা শেষে এক মুঠো ছাই!