January 23, 2025
মুক্তমত

ক্যাকটাস হয়ে উঠুন

সিদ্রাত মুনতাহা।।

তুমি কেমন?

আমি ক্যাকটাসের মতন।

ক্যাকটাসের মতন?

হ্যাঁ

সেটা কীভাবে?

ক্যাকটাস দেখতে ভীষণ সুন্দর কিন্তু খুব সহজেই ছোঁয়া যায়না, ছুঁতে গেলেই কাঁটা বেধে, ব্যাথা লাগে। ক্যাকটাস খুব দামী গাছ যা যেখানে সেখানে আগাছার মত গড়ে উঠে না, খুব অহরহ তুমি ক্যাকটাস দেখতে পাবেনা। ক্যাকটাস সহজে মরে না।

আমি সুন্দর, আমি মিষ্টি বিনয়ী তবে এর অর্থ এই না আমাকে খুব সহজেই আঘাত করা যাবে। আমি ভীষন দামী চাইলেই তুমি আমাকে পাবেনা, আমাকে ছোঁয়া এত সহজ না। আমাকে ছুঁলে বা আঘাত করলে উল্টো তোমারও ব্যাথা পেতে হবে। ক্যাকটাস যেমন সহজে মরেনা আমিও তেমন সহজে ভাঙ্গি না।

বাহ দারুন বলেছ তো

হ্যাঁ

উপরের কথোপকথনটি কাল্পনিক হলেও আমি মনে করি প্রতিটি মেয়েরই উচিত ক্যাকটাসের মতন হওয়া। আপনি সুন্দরী হোন বা মায়াবিনী হোন, সস্তা হবেন না।চাইলেই কেউ পারবে না সহজে আপনাকে পেতে। ক্যাকটাসের গায়ে যেমন সূক্ষ্ণ ও তীক্ষ্ণ কাঁটা থাকে আপনার মাঝেও থাকবে ভীষণ তেজ। কেউ এসে আপনাকে আঘাত করলে আপনি একদম কাটা ফুটিয়ে দেবেন যেন সে দ্বিতীয়বার সাহস না পায়। আপনি কখনো দুর্বল হবেন না। সমাজ আপনাকে নিচু করতে, দমিয়ে রাখতে বিন্দুমাত্র ছাড় দেবেনা কিন্তু আপনি দমে যাবেন না। আপনি এগিয়ে যাবেন শক্তভাবে। চাইলেই কেউ আপনাকে খুব সহজেই শেষ করে দিতে পারবে না।

আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন কিছু মেয়ে এসে দুঃখ করে বলে তারা কেমন টক্সিস রিলেশনশিপে আছে। প্রেমিক গুরুত্ব দেয়না, সময় দেয়না, প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে। সম্মান করেনা।

যখন ব্রেকাপ করতে যায় তখন সরি টরি বলে মাফ চেয়ে ফিরিয়ে আনে। তারপর আবারো আগের মতন করে। সেজন্য তারা না পারছে সর্ম্পকে থাকতে না পারে বের হতে।

আমার প্রশ্ন হচ্ছে- কেন? কেন নিজেকে এত মূল্যহীন করবেন? সে তো জানে আপনার দুর্বলতা হচ্ছে সে আর এজন্যই সে বার বার সুযোগ পায় এমনটা করার। কেন নিজেকে এত সহজলভ্য করে দিচ্ছেন? মায়ায় পড়ে নিজেকে মূল্যহীন করে দেওয়া কতটুকু যৌক্তিক? তারা জানে আপনাকে চাইলেই পাওয়া যায়, আপনার সাথে যা ইচ্ছে করা যায় আর সেই জন্যই তারা বারবার এমন করে। আপনাকে সম্মান করেনা। বস্তুত আপনার নিজের সম্মান তো নিজেই নষ্ট করছেন। নিজের গুরুত্ব বুঝতে শিখুন। আপনার মনে মায়া ভালোবাসা বেশি, এটা ভালো কথা। মানব চরিত্রের অন্যতম বড় গুনাবলীর মধ্যে এটা। কিন্তু এইটা এতটাই বেশি পরিমান হওয়া উচিত না যেটা আপনাকেই গ্রাস করে ফেলে। আপনার উপর নির্ভর করে আপনার সঙ্গী আপনাকে কেমন ট্রিট করবে। তাকে বুঝান আপনি এমন কেউ নয় যাকে চাইলেই পাওয়া যায়। এসব টক্সিস রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন। যে ব্যক্তি আপনাকে সম্মান করেনা তার সাথে আপনি কখনোই সুখি হবেন না। সারাজীবন আফসোসের সাথেই কাটবে।

শক্ত হতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। নিজের মূল্য দেওয়া শিখতে হবে। শুধু সম্পর্কের ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই। কেউ আপনাকে অসম্মান করেছে, কোনোভাবে হ্যারাজ করেছে? তাকে কখনোই ছেড়ে দিবেন না। যত ছাড় দিবেন তত সুযোগ পাবে আপনাকে এবং অন্যদের আরো হ্যারাজ করার। আপনি সত্যের পথে থাকবেন, সুন্দর থাকবেন।

সত্য হোক কড়া, সত্যকে মেনেই এগিয়ে যাবেন। দুর্বল হবেন না। কারো লাইফের আগাছা হয়ে কখনোই থাকবেন না। আপনি হয়ে উঠুন এতটা দামি যেন আপনাকে জীবনের সাথে জড়ানোর আগে যেন যথেষ্ট চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেয়।

ক্যাকটাসের মতন হোন, সুন্দর কিন্তু দামি, সহজে ধরা ছোঁয়ার বাইরে।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]