April 27, 2025
সাহিত্যকবিতা

ঘৃণা

খান মুহাম্মদ রুমেল।।

 

আমি কবি
আমি ঘৃণা প্রকাশ করছি
ধর্ষণবিরোধী
ওই মিছিলটির প্রতি
আমি ঘৃণা প্রকাশ করছি
ধর্ষণবিরোধী
ওই মানববন্ধনের প্রতি
দিনের আলোতে
আগুনজ্বলা স্লোগান
রাতের আলোতে লোলুপ চাউনি!
সচেতন দ্বিমুখীতাকে প্রচণ্ড ঘৃণা আমার
অথচ
কি করুণ
কি নৃশংস আচরণ আমার
আমিও মনে মনে প্রবল দ্বিমুখী
আর কবিতার খাতায় প্রগতির আল্পনা আঁকি।