January 22, 2025
Uncategorizedনারী'র খবরবিদেশফিচার ৩

কমলা হ্যারিস: ইতিহাস গড়লেন যে নারী

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর কমলা হ্যারিস এ ইতিহাস গড়লেন। ডেমোক্রেটিক পার্টির নেতা ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসে স্থান করে নিলেন।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করা কমলা হ্যারিসের আল্যামেডা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সান ফ্রান্সিসকো অ্যাটর্নি অফিসে ও সিটি অ্যাটর্নি অব ফ্রান্সিসকো অফিসে যোগ দেন। ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০১৪ সালে একই পদে পুনঃনির্বাচিত হন।

তিনি ২০১৬ সালের সিনেট নির্বাচনে লোরেটা সানচেজকে পরাজিত করে বারবারা বক্সারের উত্তরসূরী হন। এর ফলে তিনি ক্যালিফোর্নিয়ার তৃতীয় মহিলা সিনেটর হওয়ার পাশাপাশি দ্বিতীয় আফ্রিকান-মার্কিন মহিলা এবং প্রথম দক্ষিণ-এশীয় বংশোদ্ভূত মার্কিনী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেনের রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান কমলা। ৩ নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণ শেষে চার দিন পর শনিবার প্রকাশিত ফলাফলে জো বাইডেন-কমলা হ্যারিস জোটি প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট সংগ্রহ করেন। এতেই ইতিহাস রচনা হলো, যুক্তরাষ্ট্রে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পদে জয় পেলেন।

এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দুই জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে জেরালডিন ফেরারো ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পেলিন ভোটে লড়লেও কেউ জয় পাননি। তবে ২০১৬ সালে দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেসময় হিলারি ক্লিন্টন পপুলার ভোটে এগিয়ে থেকেও প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট সংগ্রহে ব্যর্থ হোন।