কৃষ্ণকামিনী দাসী’র কবিতা
প্রথম বাঙালি লেখিকার মুদ্রিত আত্মপ্রকাশ গ্রন্থ হিসেবে ধরে নেয়া হয় যেটিকে, সেটি ৭২ পৃষ্ঠার একটি কবিতার বই, নাম- চিত্তবিলাসিনী। কবির নাম কৃষ্ণকামিনী দাসী। প্রকাশিত হয় ১৮৭৬ সালে। বইটির একটি কবিতা ‘দয়া ছাড়া ধর্ম নাই’- ফেমিনিস্ট ফ্যাক্টরের পাঠকদের জন্য…
দয়া ছাড়া ধর্ম নাই
পুরুষের উক্তি:
ঘোর রজনীতে তুমি কাহার কামিনী।
কিসের লাগিয়া ভ্রমিতেছ একাকিনী।।
বয়েসে নবীন অতি রূপ মনোহর।
আছ রঙ্গে নাহি সঙ্গে সঙ্গিনী অপর।।
কি নাম কাহার কন্যা বল রসবতী।
অপ্সরী কিন্নরী কিবা হবে দেবজাতি।।
কামিনীর উক্তি: আমি হে রমণী, আছি একাকিনী,
কুলের কামিনী তায়।
তুমি হে এখানে, কিসের কারণে,
বল ওহে যুবরায়।।
একি তব রীত, হেরি বিপরীত,
নাহি চিতে কিছু ভয়।
রমণীর পাশে, এলে অনায়াসে,
কি রূপেতে মহাশয়।।
আলাপ করিতে, বাসনা মনেতে,
নাহি ভাব তাহে লাজ।
আমি নারী জেতে, তোমার সহিতে,
পরিচয় কিবা কাজ।।..