November 22, 2024
সাহিত্যকবিতা

শীত আসছে…

খান মুহাম্মদ রুমেল।।

রোদগুলো কেমন নরম হয়ে যায়
দুপুর না গড়াতেই, দেখেছো শ্যামলিমা!

খুব সন্তর্পণে ধীরপায়ে চলে যাচ্ছে হেমন্ত
জানান দিয়ে কড়া নাড়ছে শীত
নামবে কুয়াশা চাল ধোয়া জলের মতো
মাছের চোখের মতো অস্বচ্ছ
উত্তরের হাওয়া হিমেল কণ্ঠে গাইবে-
কাছে আয় কাছে আয়, জড়িয়ে নে আমায়!
এমন মোহিনী ডাকেও থাকবে অধরা?

বিশ্বাস করো শ্যামলিমা,
তোমার অমৃতের নেশায় বেঁচে থাকি আমি
এই কুয়াশায় তোমার স্পর্শে উত্তাপ নেবো বলে নাম লিখিয়েছি স্বপ্নের খাতায়!

তোমার স্পর্শে পাপমুক্ত হবো
প্রায়শ্চিত্ত করবো ভুল বোঝানো ভুলের!

আমাকে তোমার শীতবস্ত্র করে নাও!