বাংলাদেশ
খান মুহাম্মদ রুমেল।।
পঞ্চাশ বছরে দাঁড়িয়ে তুমি কী ভাবছো বাংলাদেশ?
আজও দাঁতাল হাসি হাসে কেন আঁধারের শক্তি?
তোমার রক্তভেজা বুকে দাঁড়িয়ে
আস্ফালন করে হায়েনা
অথচ
আমি তো স্বপ্ন দেখেছিলাম
ভাস্কর্যগুলো সব ফুল হয়ে ফুটবে
চেতনা ব্যবসার আড়ালে
গোকুলে বাড়লো অভিশপ্ত দানব!
ষোলোই ডিসেম্বর একাত্তরে
মিইয়ে যাওয়া
নুইয়ে যাওয়া
লুকিয়ে যাওয়া
শ্বাপদ তেলে জলে বাড়লো অবিরাম
পঞ্চাশ বছরে দাঁড়িয়ে তুমি কি ভাবছো বাংলাদেশ?
তুমি ভাবছো কী এখন!