December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

কানাডায় নির্বাসিত পাকিস্তানি অধিকারকর্মী কারিমার লাশ উদ্ধার

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। কানাডায় নির্বাসিত পাকিস্তানের অধিকারকর্মী কারিমা বালোচের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার থেকে নিখোঁজ ছিলেন তিনি। খবর বিবিসি’র। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানের রাজনৈতিক কর্মী কারিমা বালোচ, দেশটির সেনাবাহিনী ও রাষ্ট্রের কঠোর সমালোনা করার জন্য যাকে দেশত্যাগে বাধ্য হরা হয়েছিল একসময়।

৩৭ বছর বয়েসী কারিমা বালোচ নিখোঁজ হবার পর টরোন্টো পুলিশ একটি অ্যাপিল জারি করে। পরে তার মৃতদেহ পাওয়া যায়।

২০১৬ সালে তিনি বিবিসি’র ১০০ প্রেরণাদানকারী নারীর তালিকার একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এক টুইট বার্তায় টরোন্টো পুলিশ জানিয়েছে, সর্বশেষ রোববার কুইন্স কি ওয়েস্ট এলাকার বে স্ট্রিট এলাকায় কারিমাকে দেখা গেছে।বন্ধুরা জানিয়েছেন, তার মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

কারিমা বালোচ পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন বালোচ স্টুডেন্টস অর্গানাইজেশন বিএসও’র সাবেক সভাপতি এবং সংগঠনটির প্রথম নারী নেতা ছিলেন। রাজনৈতিক আশ্রয় নিয়ে ২০১৫ সাল থেকে তিনি ক্যানাডায় বাস করছিলেন।