December 23, 2024
সাহিত্যকবিতা

তুমি

সাবিনা শিরীন।।

ভাগ্যিস আমার একটা “তুমি” আছো,
যখন কষ্টরা আমায় ছোঁয়
তখন আমি প্রাণপণে আঁকড়ে থাকি
কাকে?
তোমায়।
মনে মনে মন মেলে দেই
গভীর ভাবনায় ডুবে যাই
সেখানে কেউ নেই, তুমি ছাড়া
স্পষ্ট শুনতে পাই
তোমার আবৃত্তি, কি গভীর-মিঠা!

পার্থিব জগতের কোলাহল নেই
কেউ নেই, আস্তে আস্তে
কে জানে কষ্টগুলো হয় রঙিন।

ভাগ্যিস আমার একটা “তুমি” ছিলে!
নিজেকে আমি খুঁজে পাই
তোমার ঘ্রাণে আমার সুখ, আমি সুখি
হ্যাঁ, নিজেকে বড্ড বেশি সুখি মনে হয়
ভাগ্যিস আমার একটা “তুমি” ছিলে!

উন্মুখ থাকি তোমার জন্য,
তাই তো- তোমায় আঁকড়ে বেঁচে থাকি
ভালবাসি, ভালবাসি
“তুমি” ভাল থেকো…