May 15, 2024
সাহিত্যবই নিয়ে আলাপ

গুহান্তরাল: আদিম পেশার নারীদের গল্প

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ প্রকাশিত হলো শাহাজাদী বেগমের প্রথম উপন্যাস ‘গুহান্তরাল’। ‘গুহান্তরাল’ বাংলাদেশের যৌনপল্লীর যৌনকর্মী এবং এনজিও কর্মকাণ্ডের পটভূমিতে রচিত। যৌনপল্লীর যৌনকর্মীদের নিয়ে বিভিন্ন গবেষনায়  প্রাপ্ত ফলাফল ও উন্নয়ন কাজের অভিজ্ঞতাগুলোকে গল্পে রূপান্তরিত করে লেখা  হয়েছে উপন্যাসটি।

যৌনপল্লীর যৌনকর্মীরা বিচ্ছিন্ন নারীদের কোনো দল নয় বরং আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের সাথেই জড়িয়ে আছেন তারা। বিদ্যমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থার ভেতরেই নতুন নতুন যৌনকর্মী তৈরি হয় এবং যৌনপল্লী পরিচালিত হয়, টিকে থাকে হাজার বছরের আদিম এই পেশা।

‘গুহান্তরাল’ প্রকাশিত হয়েছে  চিত্রা প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

এর আগে ‘গুহান্তরাল’ ফেমিনিস্ট ফ্যাক্টরে ধারাবাহিক আকারে ১৬টি পর্বে প্রকাশিত হয়েছিল ২০২০ সালে। গ্রন্থাকারে উপন্যাসের কাহিনীতে কিছুটা সংযোজন আছে।

বইটি পাওয়া যাচ্ছে  একুশে গ্রন্থমেলায় চিত্রা প্রকাশনীতে স্টল নং ৩৩৯-৩৪০। এছাড়া ঘরে বসে পেতে পারেন চিত্রা বুকস কিংবা রকমারি ডট কম- এর মাধ্যমে। বইটির মূল্য ২৫০ টাকা, তবে  ২৫% ছাড়ে ১৮৮ টাকা।