December 3, 2024
সাহিত্যকবিতা

রোজাভা সূর্য

জাহিদুল ইসলাম সজীব।।

একদা ইয়েমেনে জন্মেছিলাম আমি,
যুদ্ধ আমাকে সেখানে বাঁচতে দেয়নি।
অতঃপর আমি ভূমিষ্ঠ হতে চাইলাম
যুদ্ধের ময়দান থেকে বহুদূরে- হরিয়ানায়,
কিন্তু জঠরেই মেরে ফেলা হল আমায়-
কারণ আমি কন্যা ছিলাম।

কাল আমি যাবো ফিলিস্তিন,
ফিলিস্তিনের রাস্তায়ই আমার জানাজা হবে ঠিক পরশুদিন।
এবারের গন্তব্য সিরিয়ার উত্তরপ্রান্তে-
রাষ্ট্রহীন কুর্দিস্তানের কাছে যার নাম রোজাভা।
শুনেছি রোজাভার আসমানের নিচেই আছে
নারীদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জমিন।
গাজা উপত্যকা হয়ে আগামী সপ্তাহে
আমি সেখানেই জন্মাবো আবার-
রোজাভাতেই হবে আমার শেষ কবর।

কয়েক শ’ দায়েশকে জাহান্নামের রাস্তা পার করে দিয়ে
আমি ঠাঁই নেব আফরিন কিংবা কোবানের কোনো পর্বতের কোলে,
আমার কফিন বইবে চারজন ইয়েকেনেইয়েন পারাস্তিনা জিন
এরপর পৃথিবীর জমিনে আমি কেবল ফুল হয়েই ফুটবো
গোধূলির সূর্য যে ফুলে চুম খেয়ে ঘুমোতে যাবে প্রতিদিন।