December 25, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

পুরুষ মানুষ

রুখসানা কাঁকন।।

 

আমাকে তেমন কেউ কদর না করলেও

আমি আমার কদর করতে জানি।

কদর, আদর সবগুলা আমি আমাকেই করি।

ভিড় ঠেলে আমি দেখি না পিছনে কয়টা প্রেমিক  আছে

আমি আমার চোখের সবুজ সানগ্লাসে ঠিক দেখতে জানি

জনৈক ব্যক্তি  আমার প্রেমিক হতে  পারে।

তার  বুকে লোম আছে কিনা দেখার চেয়ে

তার বুকে কত বড় ধরাশায়ী হৃদপিণ্ড বসানো আছে-

হৃদপিণ্ড থাকলেই

সে খুব সাহসী হয়ে যাবে জানি নারীর সামনে।

নারীকে ভালোবাসতে  সাহস লাগে

সাহসের সাথে  জুটে যায় গভীর আবেদন আর প্রজ্ঞা

আমার মাথার চুলে পাক  ধরার পরই

পুরুষ চিনতে শিখলাম ।

পুরুষ মানে পুরোটাই  মানুষের মত  দেখতে

এরা  গরম লাগলে

শার্ট খুলে বাতাস  দেয়

অন্দরে বসিয়ে এক লক্ষবার বুঝিয়ে  দেয়

আমি দারুন নারী।

এসব মানুষ পুরুষ খুব কম দেখা গেলো

এরা  এলিয়েন না

এরাই আলুভর্তা করতে পারে, ডালে  বাগার  দেয়

আবার  মুখভর্তি হাসি দিয়ে কেমন  জানি

জন আব্রাহাম হয়ে যায়।

অথচ তাদের চোখ খুব ছোট

বোকার মত  দেখতে থাকে

আর ঘন ঘন নিশ্বাস ফেলতে ফেলতে

সে যে আমার  জন্য  পারমাণবিক বোমা

তা বুঝিয়ে আমি কুম্ভকর্ণের ঘুম দেই।

শিল্পী হলে পেশীওয়ালা  পুরুষ আঁকতাম

পেশিহীন পুরুষও আঁকতাম

সূর্য  পুরুষ আঁকতাম

চাঁদ পুরুষ আঁকতাম

আর এরা  প্রত্যেকেই মানুষের মত বলেই আঁকতাম।

এদের বিরূদ্ধে  রেপ কেস নেই

এরা  চুরি করে খাল কাটেনি

কোন নারীকে শরীর সর্বস্ব ভাবেনি-

এসব পুরুষের সাথে দেখা হয় বলেই

মানুষ দেখি

রোদ  আর বৃষ্টির পরও

মানুষকেই ভালবাসি।