November 11, 2024
সাহিত্যকবিতাফিচার ২

মেডুলাতে যুদ্ধ

সাদিয়া মেহজাবিন।।

 

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!

কিশোর বয়সের হেলাল হাফিজ মনে পড়ে,

ঐ যে কষ্টের ফেরিওয়ালা

এখন তো কানের পাশে

প্রজাপতির ডানার শব্দেও ভেসে আসে

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!

 

আমার সহযোদ্ধারা, আমার সহযোগীরা

আমার মস্তিষ্কের সৈনিকেরা

যাচ্ছে তাই নাই করে চিৎকার দিচ্ছে

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!

 

পিছিয়ে পড়ার ভয়, হেরে যাবার ভয়

মৃত্যুর মতই সুন্দর তাদের কাছে।

তাই তো…

তাদের শব্দ, চিৎকার, আর্তনাদ,

দুই হাজার হার্জ ডেসিবেল অতিক্রম করছে নিশ্চিত

তবুও আমি শুনতে পাচ্ছি সেই শব্দ

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!

 

যুদ্ধে অংশগ্রহণ করা আমার বন্ধুরা

আমায় ডাকছে,

“এসো! যুদ্ধ করো।”

অথবা যারা জয়ী, তারাও আহ্বান দিচ্ছে!

শিশু, বিড়াল, কুকুরের কান্নার মত স্পষ্ট

আমি তা শুনতে পাচ্ছি।

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!

 

কিন্তু আমি, এই আমি

যে সূচনা থেকেই অজান্তেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম

যাকে জিগ্যেস করা হয়নি,

আজ সেই আমি, বড্ড ক্লান্ত।

 

হ্যাঁ আমি ক্লান্ত।

সৈনিকদের মৃত্যু, সুখ, দুখ

তিন লক্ষ টাকার বেনামী চিঠি

আপনহারা ক্ষুধার্ত শিশু,

এক উজ্জ্বল হাসির প্রাণভরা, নিঃশ্বাসে ব্যর্থ

মায়ের-বাবার- ভাইয়ের সকলের মৃত্যু দেখে

আমি ক্লান্ত।

 

আহা! আমি বড্ড ক্লান্ত।

যুদ্ধ লেগেছে ভাই, যুদ্ধ!

হরেক রকম যুদ্ধ!