January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

দিন আসবে

খান মুহাম্মদ রুমেল ।।

 

পইপই বুঝিয়ে দেবো একদিন

সময় এলে, সবটাই।

চর্বি জমার ইতিহাস ঠিকুজি

খুঁজে নেবো ঠিক ঠিক!

আসুক নিপীড়িতের দিন।

 

দিন কি আর আসে?

আটকে থাকে চৌরাস্তার মোড়ে

অট্টালিকার দেয়াল বড় কঠিন!

গুমরে কাঁদে চড়ুইছানা দিন

ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ে!

 

লোহার গরাদে বন্দি হয়ে যায় মুক্ত বাতাস!

ফাঁক গলে দেখায় যায় চিলতে আকাশ

ভাবি, মুক্তি বুঝি আসছে এবার, নির্মল!

 

একদিন আসবে ঠিকই উজ্জ্বল দিন

সেদিন ধুয়ে ফেলবো আমলাতান্ত্রিক জটিলতা

দেখে নিয়েন আপামর জনসাধারণ, বন্ধুগণ!