December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

নারী অধিকার সর্বাগ্রে, লিঙ্গ সমতার লক্ষ্যে ৪ হাজার কোটি ডলারের তহবিল

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক: বিশ্বব্যাপী মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠার কাজে ৪ হাজার কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বনেতা, সমাজসেবী ও বিভিন্ন সংস্থা। ফ্রান্সের রাজধানী প্যারিসে লিঙ্গ সমতার উপর চলমান এক শীর্ষ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তারা।

এ সম্মেলনে বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন আগামী ৫ বছরে ২১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া করোনা মহামারিতে নারীর প্রতি ঝুঁকি মোকাবিলায় আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ৪২ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। সম্মেলনে বিশ্বব্যাংক আফ্রিকার ১২টি দরিদ্র দেশে নারী উন্নয়ন বিষয়ক কর্মসূচিতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থ সহায়তার পাশাপাশি বিভিন্ন দেশের আইনপ্রণেতারা লিঙ্গ সমতাভিত্তিক আইন প্রণয়নেরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জাতিসংঘের ওই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, নারী অধিকারকে ব্যাহত করে এমন সকল বাধা – যেমন জোর করে বিয়ে, লিঙ্গভিত্তিক সহিংসতা, স্কুলে পড়ালেখা বন্ধ, কর্মক্ষেত্রে বৈষম্য ইত্যাদি – তহবিল গঠন করার মাধ্যমে মোকাবিলা করা, এবং নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যগত অধিকার নিশ্চিত করা।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুলজিল এমলাম্বো-এনগকুকা তহবিল গঠনের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। সম্মেলনের প্রথম দিন তার বক্তব্যে বলেন, ‘২০২১ সালে এসে নারীরা যেসব সমস্যায় পড়ছেন আমরা সেগুলোর উত্তর জানি। তবে আসল বিষয়টি হলো, আমরা নারীদের জন্য যেটি সঠিক তা করছি না। আমাদের আচরণ হলো তাদের মতো, যারা নারীদের বেদনা বুঝতে পারে না।’।

শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘গত দেড় বছরে মহামারির কারণে ৪ কোটি ৭০ লাখ নারী নতুন করে দরিদ্র হয়ে পড়েছেন, এবং আরও কয়েক কোটি নারী চিকিৎসা, গর্ভনিরোধ ও নিজের ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন। নারীরা যেহেতু করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে, তাই এ সংকটের প্রথম শিকারও নারীরা’।

জেনারেশন ইকুয়ালিটি ফোরাম নামের শীর্ষ সম্মেলনটির সহ-আয়োজক মেক্সিকো ও ফ্রান্স। মূলত গত মার্চে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এবারের জেনারেশন ইকুয়ালিটি ফোরামের প্রথম সম্মেলন হয়। প্যারিসে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৩ দিনের শীর্ষ সম্মেলনের মাধ্যমে এটি শেষ হবে। এর আগে লিঙ্গ সমতার উপর এত বড় সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্মেলনে সারাবিশ্ব থেকে নারী অধিকার কর্মী, সমাজসেবক, রাজনীতিবিদ ও বিভিন্ন সংস্থার প্রায় ৪০ হাজার জন অংশ নিচ্ছেন।