ক্যামেলিয়া’র ব্রুনফেলসিয়া
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক ।। ক্যামেলিয়া আলমের ছোট গল্পের বই ‘ব্রুনফেলসিয়া’ এসেছে এবারের অমর একুশে বইমেলায়। প্রকাশ করেছে হাসান’স।
১০টি গল্পের সমাবেশ ঘটেছে বইটিতে। গল্পগুলোয় এসেছে মানুষের জীবনের নানান বিপর্যয় – কখনও কোন কেরানীর জীবনে, কখনও নারী আবার কখনও কোনো অল্পবয়সী তরুণীর জীবনে। এসেছে প্রেমও। এই প্রেমকে নানা ঘটনার মধ্যদিয়ে, নানান আঙ্গিক থেকে দেখার চেষ্টা রয়েছে গল্পগুলোতে।
‘ব্রুনফেলসিয়া’ প্রসঙ্গে লেখক ক্যামেলিয়া আলম বলেন, লেখা আসলে কালের কিছু চিত্র। ফলে চারপাশের ঘটনা এমনভাবে চিন্তায় প্রভাব বিস্তার করেছে যে তা থেকে মুক্ত হতে পারা যায়নি। চিন্তার খোরাক হিসেবে পাঠক গল্পগুলো পড়লে আমি আনন্দিত হবো।
ব্রুণফেলসিয়া ক্যামেলিয়া আলমের প্রথম বই। ক্যামেলিয়া পেশায় শিক্ষক আর নেশায় একজন লেখক। লিখছেন গল্প, কবিতা, প্রবন্ধ এবং নারীবাদবিষয়ক কলামও।
বইটির প্রকাশক কামরুল হাসান, গল্পগুলোর সম্পাদনার কাজ করেছেন মাহবুব লীলেন। আর প্রচ্ছদ শিল্পী নুজহাত তাহসিনা টুক।পেন্ডুলাম প্রকাশনী ( স্টল নং – ৫০২) মেলায় বইটির পরিবেশক।