শান্তিবাড়িতে আইনি পরামর্শ
আমাদের দেশের বেশিরভাগ মেয়ে জানেই না, দেশে নারীর অধিকার আদায়ে এবং নারী নির্যাতন রোধের জন্য বেশ ভালো ও কঠিন কঠোর কিছু আইন কানুন আছে। তাই যে কেউ আপনাকে অত্যাচার অনাচার করতে পারে না। আপনার অধিকার হরণ করতে পারেনা। আপনাকে কষ্ট দিতে পারে না। আপনাকে ভয় দেখাতে পারে না।
কিন্তু বেশিরভাগ মেয়েই আইনের দ্বারস্থ হয় না। এর প্রধান কারণ অসচেতনতা, সেই সাথে রয়েছে দ্বিধা, ভয়। এসব কারণেই তারা শুধু অত্যাচার সহ্য করে যায়। অথচ একটু সাহস করে আইনের সাহায্য নিলেই কিন্তু বিষয়টার সমাধান হয়। নিজের অধিকার রক্ষা হয়। নির্যাতন ও পীড়ন থেকে মুক্তি মেলে।
আইন কীভাবে কাজে লাগাবেন সেটি জানতে চাই আইনি পরামর্শ। শান্তিবাড়ি আপনাকে দেবে সেই পরামর্শ। আমাদের আইনজীবী আপনার কথা মন দিয়ে শুনবেন। আপনাকে সবচেয়ে ভালো পরামর্শটি দেবেন। আইনি পরামর্শ মানেই মামলা করতে হবে, এমন নয়। আরো বহু রকম উপায় আছে যার দ্বারা সহজ সুন্দরভাবে সমস্যার সমাধান করা যায়। আমাদের দেশের আইনেই সেই সুযোগ রাখা আছে।
তাই আইনি পরামর্শ নিন। নিজের সমস্যার সমাধান নিজে করুন। নিজেকে নির্যাতন ও বঞ্চনার হাত থেকে বাঁচান।
শান্তিবাড়ির ফোন নাম্বার- ০১৩২৫-১৬৭২৭১
ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন।