December 23, 2024
শান্তিবাড়িফিচার ৩

শান্তিবাড়িতে আইনি সহায়তা দেওয়া হয় কীভাবে?

শান্তিবাড়িতে নারীদের জন্য সব ধরনের আইনি পরামর্শ ও সহায়তা নেওয়ার ব্যবস্থা রয়েছে। নারীরা যেকোনো সমস্যায় আইনি পরামর্শ দরকার হলে বিনা দ্বিধায় শান্তিবাড়িতে যোগাযোগ করতে পারেন। শান্তিবাড়ি’র নিজস্ব আইনজীবী তাদের সব রকম পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত।

শান্তিবাড়িতে নারীদের জন্য আইনি সহায়তা দেয়া হয় মূলত কয়েকটি ধাপে।

প্রথম ধাপ: শান্তিবাড়ির সিনিয়র আইনজীবী যিনি শান্তিবাড়ি’র আইনি সহায়তা বিভাগের প্রধান, প্রথমে তিনি নারীদের সমস্যা শোনেন এবং যথাযথ পরামর্শ দেন।

দ্বিতীয় ধাপ: প্রথম ধাপের পরামর্শ নেওয়ার পর ভিকটিম নারী যদি মনে করেন তিনি অভিযোগ দায়ের করবেন, তবে তিনি শান্তিবাড়ির বিভাগ প্রধান সিনিয়র আইনজীবীর কাছে সেই লিখিত অভিযোগ দিতে পারবেন।

তৃতীয় ধাপ: ভিকটিম নারী যদি তার পারিবারিক সমস্যা যেমন তালাক, দেনমোহর, ভরণপোষণ, সন্তানের কাস্টডি, সম্পত্তি ইত্যাদি বিষয়ে সালিশী বা মিডিয়েশন চান, তাহলে তিনি শান্তিবাড়ির সিনিয়র আইনজীবীর মাধ্যমে সেটি করতে পারবেন ফেমিনিস্ট ফ্যাক্টর শান্তিবাড়িতে বসেই।

চতুর্থ ধাপ: সালিশীতে যদি কাজ না হয়, বা ভিকটিম নারী যদি সালিশীতে আগ্রহী না হন, যদি তিনি সরাসরি মামলা দায়ের করতে চান, তবে শান্তিবাড়ি’র একটি আইনজীবী নেটওয়ার্ক আছে, (যাদের শান্তিবাড়ির বন্ধু বলা হয়) তাদের একজনের কাছে মামলাটি নেওয়ার জন্য যোগাযোগ করা হয়। তখন উক্ত আইনজীবী ভিকটিমের পক্ষে মামলাটি গ্রহণ করেন এবং আইনি লড়াই লড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *