May 16, 2024
সাহিত্যকবিতাফিচার ২

ধর্মগ্রন্থের দোহাই

রাফসানা ইমাম পুষ্প ।।

লওহে মাহফুজে সংরক্ষিত লিপির মধ্যকার প্রতিটি অবিনশ্বর শব্দ এবং এই সমগ্র মহাবিশ্বের ইশ্বরের দোহাই-
আমি চেয়েছিলাম আপনাকে হাঁটু মুড়ে জায়নামাজে, মন্দিরের ঘণ্টাধ্বনি সমেত দেবীর সামনে এবং র্গিজার দেয়ালে নতজানু ক্রুশবিদ্ধ যিশুর পায়ের শিয়রে!
আশরাফুল মাখলুকাত,আপনি জানুন-
আমি আপনাকে চেয়েছিলাম পুলসিরাতের সরু গলির রাস্তায় এবং পুরোনো সকল বিষন্ন গুহার দেয়ালে লেগে থাকা আদিম মানুষের স্মৃতি-চিত্রে!
কিন্তু আপনি জানতে থাকবার কালে,
আমার মধ্যকার সকল ভালোবাসা ফুরাতে থাকুক।
আপনি জানুন-
আপনি আর মূলত কোথাও নেই,
আপনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন,
আপনি ক্রমশ ভেঙে যাচ্ছেন,
আপনার ভালোবাসার সকল নিয়ামত ফুরোচ্ছে ক্রমশ,
আপনার শরীরে বাহিত হচ্ছে না আর রক্তকনিকা,
আপনি খুঁজে পাচ্ছেন না অক্সিজেন,
আপনার তীব্র সাফোকেশন হচ্ছে কারণ আপনি ক্রমশ হারিয়ে ফেলছেন আমাকে!
আপনি জানুন-
আমি আপনাকে পূনরায় চেয়েছি ইহকাল এবং পরকালের মধ্যবর্তী কোনো মেটাফোরিক জীবনপথে।
কিন্তু আপনি ক্রমশ হারিয়ে ফেলছেন আমাকে,
আপনি হারাচ্ছেন বিষ্মিত হওয়ার ক্ষমতা,
আপনি হারাচ্ছেন ভেজা ভেজা বাতাসে তীব্র হাসনাহেনার গন্ধ শুষে নেওয়ার ক্ষমতা,
আপনি ভুলে যাচ্ছেন বিপদগ্রস্থ মানুষের সুর,
আপনি ক্রমশ হয়ে যাচ্ছেন মানবীয় রোবট!
আপনি জানুন-
সংরক্ষিত লিপিবদ্ধ সকল ধর্মগ্রন্থের অক্ষরের দোহাই,আমি আপনাকে চেয়েছি!
আমি আপনাকে লিপিবদ্ধ করে রেখেছি আলিফ, লাম এবং মীম-এর প্রতিটি অক্ষরের অলৌকিকতায়!
আমি আপনাকে খুঁজেছি অসহায় মাতা মেরীর কোলে থাকা যিশুর মুখাবয়বে!
বেদ,গীতা এবং বাইবেলসহ সমস্ত পবিত্র ধর্মগ্রন্থের দোহাই-
আপনি জানুন আমি আপনাকে ধারণ করেছি বুঁকে, মস্তিষ্কে এবং রক্তনালিকায়!
অথচ আপনি আমাকে হারাচ্ছেন ক্রমশ,
আপনার জন্য প্রার্থনায় দু’হাত ওঠানোর মতো অনুভূতি নিয়ে অবশিষ্ট থাকছি না আমি,
আপনাকে আমি ভুলে যাচ্ছি কারণ আপনি ক্রমশ হারাচ্ছেন আমাকে।
গর্ভনিরোধক বড়ি ক্রমশ কেড়ে নিচ্ছে আমার জরায়ুর অভ্যন্তরে থাকা একটা নক্ষত্রের আগমন!
আমাদের না ফোঁটা সমস্ত সূর্যমুখী ঝরে যাচ্ছে ক্রমশ সকালে, বিকেলে এবং সন্ধ্যেয়।
অতঃপর আমি ভুলে যাচ্ছি আমাদের সমস্ত কিছু কারণ আপনি ক্রমশ হারাচ্ছেন আমায়!
আপনি জানুন-
কতটা নিষ্ঠুরভাবে আমি ভুলে যাচ্ছি আপনাকে!
আপনি জানুন-
কতটুকু গোপন প্রার্থনায় আপনি ছিলেন প্রতিনিয়ত!
অথচ আপনি জানছেন না কিছুই,
আপনি ঘুমোচ্ছেন, খাচ্ছেন এবং নারীর ওষ্ঠে চুমু খাচ্ছেন অথবা এক বিষন্ন ভোরে ছুঁয়ে যাচ্ছেন তার সমস্ত স্পর্শ।
আর অগনিত ঝাঁঝালো দুপুর পার করে আমাকে হারাচ্ছেন ক্রমাগত!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *