January 29, 2025
সম্পাদকীয়

বছরের শেষ মাসের ভালবাসা

দেখতে দেখতে বছরের শেষ মাসটিতে উপস্থিত হয়েছি। ফেমিনিস্ট ফ্যাক্টরের বয়সও বাড়ছে। বহুদিন আপনাদের লিখি না। ফেমিনিস্ট ফ্যাক্টরের প্রজেক্ট শান্তিবাড়ি নিয়ে এত বেশি ব্যস্ততা যাচ্ছে যে এই সম্পাদকীয়’র কপালেই ফাঁকিবাজিটা চাপিয়ে দিয়েছি। কিন্তু প্রত্যাশা রাখি এরপর থেকে পাঠক নিয়মিত সম্পাদকীয় পাবেন।

শান্তিবাড়ি সম্পর্কে অনেকেই জেনে গেছেন। আমরা মূলত নারীর মানসিক স্বাস্থ্য এবং আইনি অধিকার সুরক্ষার কাজ করি। এর পাশাপাশি নারীর জন্য একটা শান্তিময়, নিরাপদ ও আনন্দময় জায়গা তৈরি করতে চাইছি। যেকোনো নারী শান্তিবাড়িতে আসতে পারবেন, অর্থপূর্ণ সময় কাটাতে পারবেন। আসতে পারবেন দলে বলে কিংবা একাই। শান্তিবাড়ি নানা আয়োজন রেখেছে নারীর জন্য। বই, সিনেমা, মশলা চা, সবুজ শান্ত বসবার জায়গা, লেখার জায়গা, কাজ করার জায়গা। নিজেকে খুলে মেলে ধরার স্থান শান্তিবাড়ি। চাইলে এখানে এসে আমার সাথে বা আমার সাথীদের সাথে কথা বলতে পারেন যে কেউ। শেয়ার করতে পারেন মনের কথা। আবার ইচ্ছে হলে কাউন্সিলিং ও থেরাপি নিতে পারেন। প্রয়োজনে নিতে পারেন আইনি সহায়তা।

ফেমিনিস্ট ফ্যাক্টরের পাঠকরাও আগের মতোই ভালবাসা দিয়ে জড়িয়ে আছেন। লেখা আসছে। আমি চাই আরো লেখা আসুক। আরো পাঠক আসুক। লেখক পাঠকের সমাগমে উষ্ণ হয়ে উঠুক ফেমিনিস্ট ফ্যাক্টরের সব বিভাগ।

ভালবাসা রইল সবার জন্য। সবাই ভাল থাকুন। সুস্থ ও সুন্দর থাকুন। ইতিবাচক থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *