November 2, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

আমি

কিশোয়ার জাবীন।।

চলে যায় দিন…মাস…বছর…

চলে যায় অবেলার বসন্তবেলা,

চলে যায় চলন্ত জনপথ এবং নাগরিক জীবন

আমার কোথাও যাওয়া হয় না।

আমি স্থির বসে থাকি বিন্দুর মতো

আমাকে ঘিরে তৈরি হয় না কোনো বৃত্ত

অথবা

আমি পরিনত হই না কোনো সরল রেখায়

জড় পদার্থের মতো আমি বসে থাকি একই জায়গায়

বসে বসে, সবার চলে যাওয়া দেখি।

আমি কোথাও যাই না… কারণ,

কোথাও আমি ছিলাম না

এই উদাম মাঠ

এই চর ওঠা নদী

এই ভাঙ্গা খেয়াঘাট

এই শিরশিরে বাতাসের কাঁপন

কোথাও আমি ছিলাম না

এবং এখনো নেই।

যে কোথাও নেই

সে কোথায় যাবে?