September 20, 2024
সাহিত্যকবিতা

অন্যজলের বসবাস

রাকিবুল হাসান।।

বিদ্যালঙ্কের পীড়িত ভূমি, ছাইপাশ রেখে জলের মতো ঝরু ভঙ্গ শরীরে সঞ্চারিত হাইফেন, লম্বা মত চুলের ঢেউয়ে মহাবিস্ফোরণের অকল্পনীয় স্বাদ যদি না পাই
তবুও স্বাধীনতা চাই, নেত্র হতে চাই আমি।
ইট,অট্টালিকা, সুরুপথ- নদী পেরিয়ে চোয়ালের মতো চৌরাস্তায় নেমে ঠিক করবো, ভয় আমার কতোটা গভীরে জমে আছে অপেক্ষা হয়ে অন্ধকারে।

শেওলার মত থমথমে চাওয়া,  বুভুক্ষ আত্মার নীরব প্রস্থান, পিপাসার হোয়েল ক্ষতি ও ক্ষণগণনাকালে আমি নিশ্চয়ই মেপে নেব, আমার চক্ষুমণি তোমার নাভীর কতটা সমান! কতটা বাস আমাদের অন্যজলে।

কান্নার কবিতা হয়না, শুধু সংবরণে প্রত্যাঘাত আসে বিতাড়িত মেঘ হয়ে। মেয়ে এসো কান্নার বীজতলায় অশ্রু টুকাই, পাপে পাপ ধুই, অন্ধকারে তলিয়ে যাই, কিংবা নিয়মকে আঘাত করি জিহ্বার মত নিরেট ক্ষেপনাস্ত্রে।