পাকিস্তানে অনার কিলিংয়ের নামে দুই কিশোরী হত্যা
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তানে দুই কিশোরীকে কথিত সম্মান রক্ষার নামে ‘অনার কিলিং’ অর্থাৎ হত্যা করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ মে) দুই কিশোরীকে পরিবারের সদস্যরা গুলি করে হত্যা করে। নিহত দুই মেয়ের বয়স যথাক্রমে ১৬ ও ১৮।
স্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজ ও বার্তা সংস্থা এএফপি জানায়, এ ঘটনায় জড়িত দুই জনকে রোববার গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। গ্রেফতারকৃতদের একজন নিহত এক কিশোরীর বাবা ও আরেকজন নিহত আরেক কিশোরীর ভাই।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে দৈনিক ডন জানায়, গত বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের অধিবাসী জেলা ওয়াজিরিস্তানে নৃশংস ঘটনাটি ঘটে। ডন জানিয়েছে ওই ভিডিওটি তাদের কাছে এসেছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক ভিডিও ধারণ করছিলেন ও সেখানে তিন কিশোরী উপস্থিত ছিলেন।
ওই ভিডিও ভাইরাল হওয়া কিশোরীদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে মনে করেন পরিবারের সদস্যরা। তাই পাকিস্তানে বহুল চর্চিত অনার কিলিং এর বলি হতে হয় এই দুই কিশোরীকে। এখন তৃতীয় কিশোরীর জীবনও হুমকির মুখে। পাকিস্তান পুলিশ জানিয়েছে, এখন তাদের প্রথম কাজ হলও, তৃতীয় কিশোরীর প্রাণ রক্ষা করা। উল্লেখ্য, এ ভিডিওটি প্রায় এক বছর আগে ধারণ করা বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ।