November 22, 2024
নারী'র খবরবিদেশ

ভারতে ১৪৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের এক নারীর

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। দীর্ঘদিন ধরে অন্তত ১৪৩ জন পুরুষ মিলে ধর্ষণ করেছে এক নারীকে। আর ধর্ষকদের ভেতরে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ছাত্র ইউনিয়নের নেতা, সংবাদকর্মী অনেকেই আছেন। ঘটনাটা ঘটেছে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে। ধর্ষণের শিকার পঁচিশ-বছর বয়সী এই নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ। খবরসূত্র বিবিসি বাংলা।

হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্র পাঞ্জাগুট্টা থানার ওসি এম. নিরঞ্জন রেড্ডি বলেছেন, ‘‘ওই নারী ৪২ পাতার লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তার অভিযোগপত্র দেখে খুবই আশ্চর্য হয়েছিলাম। কিন্তু তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত যে তার কোনও মানসিক সমস্যা নেই। সেজন্যই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছি আমরা।”

অভিযোগপত্রে লেখা আছে, ২০০৯ সালে তার বিয়ে হয়। তার পর থেকেই শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুড়বাড়ির লোকজন। প্রায় নয় মাস যৌন নির্যাতন সহ্য করেন।  ২০১০ সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। তিনি বাপের বাড়িতে ফিরে যান এবং কলেজে ভর্তি হন। কিন্তু এরপর থেকেই রাজনৈতিক নেতা, ছাত্র নেতা, সংবাদকর্মী, চলচ্চিত্র জগতের মানুষসহ বিভিন্ন ধরণের পুরুষ নিয়মিত তাকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ জানিয়েছেন মেয়েটি। তিনি ১৩৯ জনের নাম উল্লেখ করেছেন, তবে চারজনের নাম মনে করতে পারেন নি। তিনি আরো অভিযোগ করেন, শারীরিক সম্পর্কের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযুক্ত ধর্ষকরা তাকে নিয়মিত ভয়ভীতি দেখাতো বলেও জানান তিনি।

অভিযোগকারী নারীর বয়ান রেকর্ড করা ও তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। তদন্ত চলছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, আঘাত করা- এইসব ধারায় মামলা হয়েছে। পাশাপাশি তপশিলী জাতি ও উপজাতিদের নির্যাতন রোধ আইনেও মামলা করা হয়েছে।