তোমার দোষেই তুমি ধর্ষিত!
লাকী আক্তার।।
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেত,
যদি তুমি নিজের ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হতে!
তোমার দোষেই তুমি লাঞ্ছিত!
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেত,
যদি তুমি বোরকা কিংবা জিন্স না পরতে।
রিকশা-বাস-ট্রেন কিংবা ট্যাক্সিতে না চড়তে।
তুমি নিজেকে রক্ষা করতে পারতে,
যদি তুমি কৃশকায় কিংবা স্থূলকায় না হতে,
কালো, শংকর কিংবা সাদা না হতে।
তোমার কোনো ক্ষতি হত না,
যদি তুমি লম্বা কিংবা খাটো,
সুস্থ, প্রতিবন্ধী কিংবা পাগল না হতে।
যা কিছু হয়েছে সবকিছু এড়ানো যেত,
যদি তুমি শিশু-কিশোরী-যুবতী কিংবা বৃদ্ধা না হতে,
বিবাহিত, ডিভোর্সি কিংবা অবিবাহিত না হতে,
ধনীর দুলালী কিংবা গরীবের ছেমরি না হতে।
যদি তুমি নাস্তিক বা আস্তিক না হতে,
পাহাড়ি কিংবা সমতলের না হতে,
বাঙালি কিংবা আদিবাসী না হতে।
যা কিছু হয়েছে সব কিছু হয়ত এড়ানো যেত,
যদি তুমি বাড়ির ভেতর কিংবা বাহিরে থাকতে,
স্কুল-কলেজ-মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ে না যেতে,
ডাক্তার-নার্স-পুলিশ-সরকারি আমলা কিংবা গৃহিণী না হতে।
কাজের সন্ধানে কর্পোরেট অফিস কিংবা কারখানায় না যেতে।
হয়ত সব কিছু এড়ানো যেত,
যদি তুমি আমেরিকান, কিংবা আফ্রিকান না হতে,
পৃথিবীর উত্তর কিংবা দক্ষিণ মেরুর না হতে।
যা কিছু হয়েছে সব কিছু এড়ানো যেত
সব কিছু এড়ানো যেত,
যদি তুমি বিংশ কিংবা একবিংশ শতকে না জন্মাতে,
যদি তুমি আইয়ামে জাহেলিয়াত,
রাজতন্ত্র- স্বৈরতন্ত্র কিংবা গণতন্ত্রের কালে না জন্মাতে।
বিশ্বাস কর,
সব কিছু এড়ানো যেত,
সব কিছু এড়ানো যেত মেয়ে,
যদি তুমি মেয়ে হয়ে না জন্মাতে!