January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

হে পুরুষতন্ত্র!

শাহরিয়ার সামস সামি।।

শীতের রাত বেয়ে যে প্রেম জেগে ওঠে,

তৃষ্ণার্ত আকুলতা ভর করে রাত-ভাংচুর যে সঙ্গম হয়,

তাতে কি শুধুই অপার প্রেম থাকে?

নাকি, অন্য কিছু?

বরং যেন, অনুভূত হয়-

শাল জড়ানো আবিষ্ট ভালোবাসা,

আত্মার সাথে আত্মার সমমিলনের গাঢ় আহ্বানে।

আপাদমস্তক ছিন্নভিন্ন চুমুতে চুমুতে থাকে ব্যাকুলতা;

হাহাকার উষ্ণতার খোঁজে, মধ্য মরুভূমির চাতকের মত!

কানের লতি, গ্রীবা, সিক্ত ঠোঁট বা স্ফীত স্তনের মাঝে পড়ে যাওয়া দাঁতের দগদগে উষ্ণতার দাগ, বা উত্থিত শিশ্নের মিলনে যোনির বুকচেরা প্রবাহমান ভালোবাসার ধারা,

তাতে কী শুধুই অপার প্রেমের চিহ্ন বহন করে?

নাকি, অন্য কিছু?

বরং যেন, অনুভূত হয়-

রোমান্টিকতার বিদ্রোহ, শরীরের সাথে শরীরে;

নরম-শক্ত আবেশে, প্রলম্বিত খুনসুটির উদাত্ত প্রত্যাখানে,

এ যেন শীত-দ্রোহিতার শামিল; প্রতিবাদের এক মিছিল-

শিশির সিক্ত কাঙ্ক্ষিত সমমিলনের আমন্ত্রণে।

শীতের রাত বেয়ে প্রকৃত যে প্রেম জেগে ওঠে,

তৃষ্ণার্ত আকুলতা ভর করে রাত-ভাংচুর যে সঙ্গম হয়,

রাতের নির্জনতাকে চাপা দেয়া শিৎকারে ঘোষিত হয়-

নারী-পুরুষের সমতা বিধান, বৈষম্যবিহীন; প্রকৃতির অমোঘ নিয়মে।

হে পুরুষতন্ত্র! রাতে যা সত্য, আত্মার পরম সমার্থক, দিনের আলোয় অস্বীকার;

তোমার এ কেমন ইনসাফ!