January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ২

জুলেখার জীবন

সৈকত আমীন।।

 

রোজ স্বামীর অত্যাচারে

পালায়ে যাবেন- ভাবে জুলেখা খাতুন,

পালায়ে কোথায় যাবেন!

ধরে নিয়ে এসে স্বামী যদি আবার মারেন?

 

উপায় ছিল না তার,

জান্নাতে গেলে হয়ে যেতে পারে

স্বামীর সাথে দেখা আবার,

জাহান্নামে নিশ্চয়ই যাবেন না মুমিন স্বামী,

আত্মহত্যার পথ’ই তবে বাকি থাকে আর।

 

এই ঠকবাজির জগতে

স্বামীর সংসার ফেলে

অচিরেই জুলেখা খাতুন

একদিন বিষ ঢেলে নেন গালে।

 

যদিও তাতে খুব একটা লাভ হলো না,

রোজ হাশরে আবার জিন্দা করে

হুরের সর্দার হিসেবে বসানো হলো

জান্নাতে স্বামীর বাসরে তারে।

 

আফসোস হায়! জুলেখা খাতুন,

মরে গিয়েও আপনি মরতে পারলেন না

মরে গিয়েও আপনি বাঁচতে পারলেন না।

 

প্রশ্ন করুন জুলেখা খাতুন,

ঈশ্বর স্বামীর পক্ষে কেন থাকেন চিরকাল?