December 23, 2024
সাহিত্যকবিতাফিচার ২

ও মেয়ে!

প্রথমা বসুন্ধরা।।

ও মেয়ে
তুই থামিস না। চল্, যেভাবে চলছিস।

এই সমাজে তুই তাড়িত বেগে চলিস,
তোর দিকে নজর দেয় নি এমন কেউ নেই।

তোর দেহাংশ স্তনের দিকে তাকাবে সমাজের ভদ্রলোকেরা
তোর শরীর নিয়ে তামাশা করবে ইন্টেলেকচুয়াল গোষ্ঠী
সকালে তোকে সাহস জোগাবে, রাতেই
মাস্টারবেট করবে তোর নিতম্ব, স্তনের সাইজ দেখে
সমাজের কতিপয় ভদ্রলোকেরা।

ও মেয়ে,
এসব নিয়ে কথা বললে তুই হবি নষ্টা মেয়ে
শুদ্ধ মানুষ হবার চেষ্টাও বৃথা যাবে তোর

পরিবার, সমাজ, রাষ্ট্র আর যাই বলুক
তুই পিছনে ফিরে তাকাস না
সামনে আগাচ্ছিস
সত্য শুদ্ধ মানুষ হয়েই…