January 22, 2025
সাহিত্যকবিতা

আমি আর মানুষ নই

খান মুহাম্মদ রুমেল।।

 

সব আলো মিলিয়ে যায় আধাঁরে
পাহাড়ে অথবা সমতলে
তুমি কোথায় নিরাপদ?
সবখানে আমি হিংস্র শ্বাপদ!
আমার জন্মভূমি আজ
দখল করে আছে
ধর্ষক আর নীরব দর্শক

আমাকে ধিক্কার দাও নারী
থুতু ছেটাও আমার মুখে
যদি আমি মোমবাতি হাতে
প্রতিবাদ মুখর হই
আমি তো কবেই পুরুষ হয়ে গেছি
মানুষ আর নই