December 23, 2024
ফিচার ৩মুক্তমত

নারীর মানসিকতা পরিবর্তন হবে কবে?

স্বরলিপি শিল্পি।। সকাল সকাল বাচ্চাকে রেডি করে স্কুলের পথে রওনা দিলাম। প্রতিদিন বাচ্চাদের কেয়ারার স্কুলে নিয়ে যায়। আজ মেয়েরা অনেক খুশি কারণ কেয়ারার অসুস্থ, মায়ের সাথে স্কুলে যাবে। স্কুলে দরজা পর্যন্ত পৌছে দিলাম বাচ্চাদের। আর দেখতে থাকলাম বাচ্চারা কতো সুন্দর করে স্কুলে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে দিয়েই অফিসে যেতে হবে আমার। পাশেই এক বাঙালি মহিলা আরেকজনকে দেখাতে লাগলো আর দিতে লাগলো আমার জামা কাপড়ের বর্ণনা। এতো শর্ট স্কার্ট পরে অফিসে যায়?

সব সময় দেখে না দেখার ভান করি এই প্রকৃতির মানুষকে। জীবনে কখনও এসব মানুষদের পাত্তা দেই নাই। নিজেকে গড়েছি অন্ধকারকে পায়ের তলায় রেখে। হেঁটেছি দীর্ঘ পথ। সেকেলে চিন্তা ধারনা ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছি। এরা ডিভোর্স মানে বোঝে একটা মেয়ের ব্যর্থতা।

গতকাল আমাদের পরিচিত এক ভাবী আমার বোনকে ফোন করে বলছিলো- আপনার বোন নাকি ডিভোর্সি? শুনলাম আবার নতুন বিয়েও করেছে? আহা, কি যে মায়া হয় বাচ্চাদের দেখলে? কতো সুন্দর বাচ্চা রেখে আবার বিয়ে করেছে? আমি হলে জীবনেও দ্বিতীয় বিয়ে করতাম না। বাচ্চার দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। ছেলেরা চটকানা থাপ্পর মারতে মারতে সংসার করে। সংসার করতে হলে কিছুদিন ধৈর্য ধরলেই পরে সুখ আসে। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে ।

আমার জীবনে এইসব মহিলাদের সব সময় এড়িয়ে চলেছি নিজেকে সুস্থ, সুখি রাখার জন্য। কিছু কিছু মানুষ কখনও নিজেদের পরিবর্তন করবে না। উনারা কিন্তু স্মার্ট ফোন ব্যবহার করে আর তাদের মন মানসিকতা সেকেলের। যতই ম্যাকের প্রডাক্ট আর আইফোন ইউজ করুক না কেন ধ্যান ধারনা সেকেলের। সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। কিন্তু এইসব মহিলারাই দিন শেষে বলবে- ঐ মেয়ে ব্রোকেন ফ্যামিলি থেকেএসেছে, ওর মন মানসিকতা আর কী হবে?

একদিন এক বার্থডে পার্টিতে সুন্দরী এক আপু এক বাচ্চাকে জিজ্ঞেস করলো তোমার বাবার কাছে তোমরা কি যাও? তোমার বাবা কি তোমাকে আদর করে?

এরা অবুঝ বাচ্চাদেরকেও ছাড় দেয় না।

আমি মা হিসেবে এখন খুব চিন্তিত। আমার মেয়েরা কি ঐসব সেকেলের মানুষদের থেকে মুক্ত? নাকি আমার বাচ্চাকে আড়ালে জিজ্ঞাসা করে নানান কথা? এই মানুষগুলো শুধু সীমানা পরিবর্তন করে উন্নত দেশে এসেছে, কিন্তু মনমানসিকতা পরিবর্তন করে নাই।

সুস্থ সমাজ গড়তে নারীর ধ্যানধারনা পরিবর্তন প্রয়োজন। তা না হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম নানান প্রশ্নের সম্মুখীন হবে। খুব কষ্ট পাই যখন শুনি একজন নারীকে নির্যাতনের সহযোগী ছিল অন্য কোনো এক নারী। সব নারীদের এক হতে হবে সুন্দর  প্রজন্মের জন্য।

 

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]