September 20, 2024
সাহিত্যকবিতা

দায় শোধের দায়

খান মুহাম্মদ রুমেল।।

কামানের গোলায় একদিন গর্জেছিলো কি এই জনপদ?
উদ্বাস্তু শিবিরে নরকের জীবন কাটিয়েছিলো কি কোটি মানব?
ফেরা না ফেরার তুচ্ছ জ্ঞানে
কেউ কি এড়িয়েছিলো মেহেদি রাঙা হাত?
মায়ের অমলিন মুখের হাসির জন্য
কেউ কি হয়েছিলো কখনো বন্য?
বোনের সম্ভ্রম বিনিময় হয়েছিলো কি
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জন্য?
বলেছিলেন কি কেউ পিতার নামে আমার নাম লেখো-
ঠিকানায় বাড়ি বত্রিশ দেখো?

হিমালয় সাহসে জাগিয়েছিলো কি কেউ
জনসমুদ্রে তুলে উত্তাল ঢেউ?
যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো
বলেছিলেন কি কেউ কন্ঠদৃঢ়?

শ্যামল সবুজে রক্ত লালে
কেউ কি রেখেছিলো সকল বাজি?

আজকে তবে এতো বছর পরে
দাপায় কেন সেই হায়েনারা সরব কণ্ঠস্বরে?

চেতনা নয় ব্যবসা নয়, হলে বিরোধিতা একাত্তরের
জবাব দেবার দায় এবার এই শতকের তরুণ তরুণের!