January 22, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

আফগানিস্তানে দুই বিচারপতি নারী সন্ত্রাসী হামলায় নিহত

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নারীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী সন্ত্রাসীরা। রোববার রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। কর্মস্থলে যাওয়ার পথে গাড়িতে দুই বিচারপতি সন্ত্রাসী হামলার শিকার হন। বার্তা সংস্থা এএফপি দেশটির সুপ্রিম কোর্টের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

আফগানিস্তানে গত কয়েক মাস ধরে নিয়মিত নারী সাংবাদিক, অধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা করছে সন্ত্রাসীরা। এসব হামলায় মাত্র কয়েক মাসের ব্যবধানে বহু নারী প্রাণ হারিয়েছেন। এই দুই বিচারপতি দেশটিতে নারীদের উপর সিরিজ হামলার সর্বশেষ শিকার।

বিবিসির খবরে জানা গেছে, রোববার সকালেই হামলার ঘটনাটি ঘটে। এদিন সকালে কাবুলের ক্বালাফ-ই-ফাতুল্লাহ নামক এলাকায় বন্দুকধারী সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামলা করে। হামলায় প্রাণ হারান দুই বিচারপতি। এ সময় তাদের গাড়িচালকও গুরুতর আহত হন। এ হামলার দায় এখনও কোনো সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালিবান ও দেশটির সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহাতে এক যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা হয়। ওই আলোচনার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এক সতর্কবার্তায় বলা হয়, সামনের দিনগুলোতে দেশটিতে নারীদের উপর সহিংস হামলার ঘটনা বেড়ে যেতে পারে